উইকিপিডিয়া আলোচনা:রচনাশৈলী নির্দেশনা/খ্রিস্টধর্ম-সম্পর্কিত নিবন্ধ

সাম্প্রতিক মন্তব্য: Meghmollar2017 কর্তৃক ৪ বছর পূর্বে "কিছু প্রশ্ন" অনুচ্ছেদে

কিছু প্রশ্ন সম্পাদনা

@আফতাবুজ্জামান, NahidSultan, এবং St.teresa: সুধী, বাংলা উইকিপিডিয়ায় খ্রিস্টধর্ম সংক্রান্ত শৈলীর নির্মাণ দেখে আমার মনে স্বভাবতই প্রশ্ন জেগেছে-

  • এই শৈলী তৈরির ভিত্তি কী? ইসলাম ধর্মের জন্য একটি শৈলী আছে, তাই আমাদেরও দরকার। এখানে এই রকম একটি সাম্প্রদায়িক মানসিকতারই আভাস পাচ্ছি আমি। (জনাব সেন্ট তেরেসা পাতাটি শুরুর সময় এরকম একটি মন্তব্যই করেছেন।)
  • এই শৈলীটি কেবলমাত্র একজনের মনগড়া নিয়মকানুন নয় তো? এই পৃষ্ঠা তৈরিতে "কেবলমাত্র" একজনের একচ্ছত্র সম্পাদনা আমার মনে সন্দেহ তৈরি করছে। প্রশাসকদের অন্তত একটি সম্পাদনা তো এখানে থাকা উচিত ছিল। জনাব সেন্ট তেরেসা ইসলাম ধর্ম সংক্রান্ত শৈলী থেকে কাট-ছাট করে যেভাবে এটি তৈরি করেছেন, তাতে আমার এ প্রশ্ন আরো মূলীভূত হচ্ছে।
  • এই শৈলীর ক্ষমতাবলে এমন কিছু সম্পাদনা করা হয়েছে, যেরকমটি ইংরেজি উইকিপিডিয়াতেও করা হয়নি। উল্লেখ্য, ইংরেজিতে এধরনের কোনো শৈলীই নেই। (যেমন, ব্যক্তি সংশ্লিষ্ট নয় এমন প্রতিষ্ঠান সংক্রান্ত নিবন্ধের তথ্যছক থেকে উপাধী মুছে দেওয়া। উদাহরণ: ড., ফাদার ইত্যাদি। এখানে প্রতিষ্ঠান প্রধান যেরকম ব্যবহার করেন, সেরকমই রাখা উচিত।) -- আদিভাই (আলাপ) ১৫:১৮, ২৯ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
"রচনাশৈলী নির্দেশনা/খ্রিস্টধর্ম-সম্পর্কিত নিবন্ধ" প্রকল্প পাতায় ফিরুন।