উইকিপিডিয়া আলোচনা:মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ ২০২০/নিবন্ধ তালিকা

নিবন্ধ জমা সম্পাদনা

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ ২০২০ এ আমি কিছু নিবন্ধ অনুবাদ করেছি। কিন্তু "নিবন্ধ জমা দিন" বোতামে ক্লিক করার পর কোন "Submit" অপশন পেলাম না। কিন্তু "নিবন্ধ প্রণেতা" কলামে আমার নাম প্রদর্শিত হচ্ছে। এক্ষেত্রে কি আমার নিবন্ধ পর্যালোচনার জন্য জমা হয়েছে? নাকি অন্য কোনো উপায়ে নিবন্ধ জমা দিতে হবে? এ বিষয়ে সাহায্য প্রার্থনা করছি। Md.Fahamidul Islam Dipro (আলাপ) ১১:২৯, ৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Md.Fahamidul Islam Dipro: নিবন্ধের পাশে আপনার নাম থাকা মানেই এটি আপনি জমা দিয়েছেন। নতুন করে জমা দিতে হবে না। তবে অবস্থা কলামে সম্পন্ন কথাটি যোগ করার পরই তা পর্যালোচনার জন্য বিবেচিত হবে। ~মহীন (আলাপ) ১১:৪৮, ৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Moheen: ভাই মন্তব্য কলামটি তো দেখছিনা যেখানে "সম্পন্ন" কথাটি যোগ করব।Md.Fahamidul Islam Dipro (আলাপ) ২০:৩৬, ৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ ২০২০/নিবন্ধ তালিকা" প্রকল্প পাতায় ফিরুন।