উইকিপিডিয়া আলোচনা:নির্বাচিত নিবন্ধ/১

এই নিবন্ধের লেখা পরিবর্তন করা প্রয়োজন। কারণ এর কিছু তথ্য ভুল এবং কিছু অপ্রাসঙ্গিক তথ্য এখানে উল্লেখ করা হয়েছে যার ফলে সার্বিকভাবে এর মান কমে যাচ্ছে। এটা বাংলাদেশ নিবন্ধকে প্রতিনিধিত্ব করে তাই বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, জনগোষ্ঠী, কবে স্বাধীন হয়েছে, সংসদীয় নাকি রাষ্ট্রপতিশাসিত সরকার, শিল্প-বাণিজ্য, বর্তমান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কে এমন মৌলিক বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা প্রয়োজন ছিল যাতে সংক্ষেপে বাংলাদেশকে তুলে ধরা যায়। কিন্তু নিবন্ধে তথ্যের ঘাটতি আছে। দেশ বিভাগের পর বর্তমান বাংলাদেশ পূর্ব বাংলা হিসেবে পাকিস্তানের অংশ হয়েছিল, পূর্ব পাকিস্তান হিসেবে নয়। পূর্ব পাকিস্তান নামটি ১৯৫৬ সালে সংবিধান প্রণয়নের সময় সরকারিভাবে কার্যকর হয়েছিল, এর পূর্বে না। কিন্তু এখানে পূর্ব পাকিস্তান হিসেবে উল্লেখ করা হয়েছে। দুই পাকিস্তান কথাটাও সঠিক না কারণ এক্ষেত্রে দুইটি রাষ্ট্র বোঝায়। মূলত একই রাষ্ট্রের দুই অংশের এক অংশের কথা এখানে বলা হচ্ছে তাই সম্বোধনটা ঠিক না। দুই অংশের মধ্যে মিল অমিলের কথাটা অপ্রাসঙ্গিক ছিল কারণ দুই অংশ হাজার মাইলের দূরত্বে হওয়ায় অমিল বেশি থাকবে। তাছাড়া বর্তমানের অধিকাংশ রাষ্ট্রই বহু জাতিগোষ্ঠী নিয়ে গড়ে উঠে তাই মিল অমিলের কথাটা প্রয়োজন ছিল না। মুক্তিযুদ্ধ নিয়ে বলা হয়েছে "ভারতের সমর্থন নিয়ে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে" এভাবে বললে শুধু বাংলাদেশের স্বাধীনতার চেয়ে ভারতের সমর্থন কথাটার উপর গুরুত্ব বেশি হয়ে যাচ্ছে। সমর্থনের বিষয়টি এখানে গৌণ, মুখ্য বিষয় হল স্বাধীনতা তাই রক্তক্ষয়ী যুদ্ধের কথাটাই যথেষ্ট ছিল এবং সাহায্যের বিষয়টি মূল নিবন্ধে উল্লেখ থাকা প্রয়োজন। "তেরোবার রাষ্ট্রপরিচালনার রদবদল হয়" দ্বারা সংবিধান সংশোধনকে বোঝানো হয়েছে বলেই মনে হচ্ছে। তথ্যটা সঠিক না। এ পর্যন্ত ষোলবার বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে। তাছাড়া কথাটা লেখা হয়েছে রাজনৈতিক বিশৃংখলা অংশের সাথে কিন্তু সংবিধান সংশোধন মৌলিকভাবে দেখলে কোনো বিশৃঙ্খল বিষয় না বরং প্রয়োজন সাপেক্ষে স্বাভাবিক বিষয়। বাংলাদেশের মুসলিমদের চেয়ে ভারতের সংখ্যালঘু মুসলিম বেশি এই তথ্যটাও অপ্রাসঙ্গিক। কারণ এটা বাংলাদেশকে তুলে ধরার কোনো পয়েন্ট না। এটা ভারত সম্পর্কীয় বিষয়। উল্লেখিত অংশগুলো বাদ দিলে আরো বেশ কিছু তথ্য তুলে ধরা সম্ভব তাই লেখা সংশোধন করে এতে বাংলাদেশ সম্পর্কিত আরো অন্যান্য বিষয় যুক্ত করার অনুরোধ করছি। Intakhab ctg (আলাপ) ১০:৫৬, ৬ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সুরক্ষিত সম্পাদনার অনুরোধ, ৭ এপ্রিল ২০১৬ সম্পাদনা

{{edit protected| Bangladesh দয়া করে বাংলাদেশের মাথা পিছু আয় ১৩১৪ ডলারের পরিবর্তে ১৪৬৬ ডলার লিখুন। কারণ ইতোমধ্যে তা ১৩১৪ ডলার থেকে ১৪৬৬ ডলারে উন্নীত হয়েছে।

আশা করি দ্রুত এটি পরিবর্তন করা হবে।

Rhraju01 (আলাপ) ১৭:০৯, ৭ এপ্রিল ২০১৬ (ইউটিসি) রবিউল হোসেন রাজু (Robiul Hossain Raju)উত্তর দিন

"নির্বাচিত নিবন্ধ/১" প্রকল্প পাতায় ফিরুন।