উইকিপিডিয়া আলোচনা:এ মাসের নির্বাচিত নিবন্ধ/ডিসেম্বর ২০০৯

আমার মনে হয় এই সারাংশটি আরো ছোট করা দরকার। আমি টেস্ট করে ভয়াবহ বড় একটা রেজাল্ট পেয়েছি এখানে দেখুন দয়া করে। আর মন্তব্যটি এখানেই দিন। — তানভির আলাপ অবদান ০৯:৫৫, ১৫ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

আমার ব্যক্তিগত মত এবার আকৃতি ঠিক আছে। শেষে এসে আরেকটু জানার একটা আগ্রহ খুঁজে পাচ্ছি। অন্যদের কী মত? আরেকটা ব্যাপার উপরে অফিসিয়াল নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখা জরুরী মনে হচ্ছে না। কারণ এটি মূল নাম হলেও; প্রথমত, এটি নিবন্ধ শিরোনাম নয়, দ্বিতীয় প্রচলিত নয়। তাছাড়া মূলনাম যেহেতু নিবন্ধে আছেই, এখানে আমার মতে অফিসিয়াল নাম ফোকাস না করলেও চলে। — তানভির আলাপ অবদান ১০:৩৮, ১৫ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
"এ মাসের নির্বাচিত নিবন্ধ/ডিসেম্বর ২০০৯" প্রকল্প পাতায় ফিরুন।