উইকিপিডিয়া আলোচনা:উৎসনির্দেশ

সাম্প্রতিক মন্তব্য: কাজী আনোয়ার হোসেন বাঘাবারো কর্তৃক ১ মাস আগে "মোজাকো একটি সিরিজ ও এর উৎস" অনুচ্ছেদে

মোজাকো একটি সিরিজ ও এর উৎস সম্পাদনা

সোরাও একজন স্কুলের সায়েন্স ফিকশন একমাত্র পতিনিধি। একদিন তিনি পরিত্যাক্ত নির্মাণাধীন স্হলে ভয়ংকর কিছু শুনতে পান একটি অদ্ভুদভুতের শব্দ। এবং তাকে তাড়াকরে।তখন সোরা ও তাড়া করে। সোরা ও তার বন্ধু মিকি এঘনা তদন্ত করার জন্য সিদ্ধান্ত নেন। আর এ ভাবে মোজাকো সিরিজের সৃষ্টি হয়। কাজী আনোয়ার হোসেন বাঘাবারো (আলাপ) ১৯:৪১, ২২ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"উৎসনির্দেশ" প্রকল্প পাতায় ফিরুন।