উইকিপিডিয়া আলোচনা:উল্লেখযোগ্যতা (সঙ্গীত)

উপমহাদেশে বিলবোর্ড চার্ট

সম্পাদনা

ভারতীয় উপমহাদেশের প্রেক্ষিতে উল্লেখযোগ্যতা নিরুপনে সঙ্গীতের ক্ষেত্রে বিলবোর্ড চার্ট বা রেকর্ড চার্ট-এর অনুরূপ কি হতে পারে? সম্পাদকদের মতামত কাম্য। ধন্যবাদ। — লাইফবার্গ (নবীশ)আলাপঅবদান ০০:০৩, ১৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সাউন্ডটেক রেকর্ড লেবেলে তাদের সংগীতশিল্পীদের তালিকা যুক্ত করা হোক।

সম্পাদনা

[[সাউন্ডটেক]] বাংলাদেশের একটি বিখ্যাত রেকর্ড লেবেল কম্পানি। অথচ সেখানে তাদের সংগীতশিল্পীদের তালিকা যুক্ত করার পরেও তা অপসারণ করা হয়েছে। এটা একদম উচিত নয়। অবিলম্বে এই তালিকা পুনরায় যুক্ত করা হোক। এবং তালিকাকে মজবুত করতে সকলে সচেষ্ট হন।

সমস্ত রেকর্ড লেবেলে তাদের সংগীতশিল্পীদের তালিকা থাকা আবশ্যক। Olafrozen (আলাপ) ১৭:২০, ১৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"উল্লেখযোগ্যতা (সঙ্গীত)" প্রকল্প পাতায় ফিরুন।