উইকিপিডিয়া আলোচনা:উইকিপ্রকল্প বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা

সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১২ বছর পূর্বে "বিষয়ভিত্তিক নাকি জেলাভিত্তিক হবে?" অনুচ্ছেদে

প্রশ্ন: Monuments-এর সীমা কী? সম্পাদনা

Monuments বলতে আসলে কী বোঝায়? শুধু কি স্থাপনা? নাকি শুধু ঐতিহাসিক স্থাপনা? অনুগ্রহ করে সীমাটা নির্ধারণ করতে সহায়তা করুন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৫:৪৩, ১২ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

বিষয়ভিত্তিক নাকি জেলাভিত্তিক হবে? সম্পাদনা

প্রাথমিকভাবে সাজানোর জন্য আমি কিছু বিষয়ে ভাগ করে নামগুলো অন্তর্ভুক্ত করেছিলাম। কিন্তু মনে হচ্ছে কিছু ঘাপলা আছে। কেননা, কিছু স্থাপনা আছে, একাধারে ধর্মভিত্তিক, আবার পুরাতাত্ত্বিক। কিছু আছে একাধারে রাজনৈতিক আবার পুরাতাত্ত্বিক। সেক্ষেত্রে আসলে কোন বিষয়শ্রেণীতে স্থান দেয়া হবে, তা একটা প্রশ্ন থেকে যায়। তার চেয়ে বিভাগের অধীনে জেলাভিত্তিক যদি যোগ করা যায়, তাহলে তা অনেকটা সহজ হয়ে যায়। তাছাড়া, তা ডকুমেন্টেশনের জন্যও একটা ভালো উপায়। আলোচনার খুব বেশি দরকার নেই, সময়-সুযোগ পেলে দ্বিতীয় পদ্ধতিতে মত থাকলে কাজ শুরু করা যেতে পারে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:২৯, ১৭ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপ্রকল্প বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা" প্রকল্প পাতায় ফিরুন।