উইকিপিডিয়া আলোচনা:উইকিপিডিয়া এশীয় মাস ২০২২

সাম্প্রতিক মন্তব্য: Joycewikiwiki কর্তৃক ১ বছর পূর্বে "Please report eligible user list at the WAM2022 Ambassadors page" অনুচ্ছেদে

পুরস্কার প্রসঙ্গে সম্পাদনা

@Aishik Rehman: প্রতিযোগিতা শুরুর পুর্বে "সকল অংশগ্রহণকারীকে উইকিপদক" এবং "শীর্ষ তিনজন অংশগ্রহণকারীকে ডিজিটাল সনদপত্র প্রদান" করার কথা থাকলেও প্রতিযোগিতা শেষ হবার দুই দিন পূর্বে তা পরিবর্তন করার পেছনে যৌক্তিকতা কি ছিল? সকলকে সনদপত্র প্রদানের কথা থাকলে প্রতিযোগিতার শুরুতে কেন "শীর্ষ তিনজন" উল্লেখ করা হয়েছিল? এটাকি প্রতিযোগিতার নিয়ম বহির্ভূত মনে করেছেন না? তাছাড়া "ডিজিটাল সনদপত্র" কিভাবে/কখন প্রদান করা হবে? ~মহীন (আলাপ) ১০:২১, ১৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Moheen সনদ গতবছর এবং সম্ভবত এর আগের বছরগুলোতেও আন্তর্জাতিক দলের পক্ষ থেকে পাঠানো হত আর তারা সাধারণত শীর্ষ তিনকেই তা প্রেরণ করত। কিন্তু এবছরে হঠাৎ এরকম ভাবা হয় যে সনদপত্র পাঠানোর দায়িত্ব স্থানীয় সংগঠকদের উপর বর্তাবে এবং তারা প্রয়োজনীয় টেমপ্লেট ও অন্যান্য সামগ্রী সরবরাহ করবে। এরই প্রেক্ষিতে আন্তর্জাতিক দল ইতোমধ্যে তা আমার কাছে পাঠিয়েছে। এরপরেই সিদ্ধান্ত হয় সবাইকে সনদপত্র প্রদানের, অর্থাৎ স্থানীয় হওয়ায় কাউকেই সনদপত্র প্রদানে আমাদের বাধা নেই। বিগত ধারাবাহিকতায় আপনার আপত্তি অমূলক নয়, তবে বিষয়টি ভেবে দেখতে হবে আমাকে। -- Aishik Rehman (আলাপ) ০৩:০৮, ২০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Moheen ডিজিটাল সনদপত্র ইমেইলে প্রেরণ করা হবে, আর সেটার জন্য আমি ইতোমধ্যে তথ্য সংগ্রহ শুরু করেছি; সম্ভবত আপনার নজরে এসেছে তা। -- Aishik Rehman (আলাপ) ০৩:১৪, ২০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ বিষয়টি অবগত করার জন্য। তবে সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে তা সংশিষ্ট আলোচনা পাতায় প্রতিযোগীদের অবগতির জন্য জানিয়ে রাখা উচিত মনে করছি, এতে প্রতিযোগিতার ভাবমূর্তি ঠিক থাকে। ~মহীন (আলাপ) ০৯:১১, ২০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

Please report eligible user list at the WAM2022 Ambassadors page সম্পাদনা

Hi all,

Just a reminder from the WAM international team, please report the eligible contributors to this page [1]. We will be sending digital-barnstars collectively.

Thank you!

The WAM2022 International Team. Joycewikiwiki (আলাপ) ০৭:০৯, ৯ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২২" প্রকল্প পাতায় ফিরুন।