উইকিপিডিয়া আলোচনা:আজাকি সংগ্রহশালা

সাম্প্রতিক মন্তব্য: Dip24 কর্তৃক ৭ বছর পূর্বে "মহাফেজ??" অনুচ্ছেদে

মহাফেজ?? সম্পাদনা

archive? একটু বেখাপ্পা অনুবাদ হয়ে গেলো না? এর বদলে পুরাতন বা এই জাতীয় কোনো শব্দ ব্যবহার করলে ভালো এবং সহজে বোধগম্য হতো না? --রাগিব (আলাপ | অবদান) ০৬:০২, ২০ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

আসলে অভিধানগুলো ঘেটে এই একটি শব্দই পেলাম, পুরাতন দিয়ে রিডাইরেক্ট করে দিচ্ছি, তবে শব্দটার তো প্রচার প্রয়োজন। যেহেতু উইকিপিডিয়া ভাষা সংরক্ষণেরও অন্যতম হাতিয়ার।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:১১, ২০ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

আক্ষরিক অনুবাদ করার দরকার নাই। ভাবানুবাদ করলে সেটাই ভালো শোনাবে। DYK শুরু হচ্ছে এটা খুব চমৎকার ব্যাপার। আর ইদানিং বাংলা উইকিপিডিয়া অনেকের নজরে পড়ছে, ব্লগে উদ্ধৃতি দেখে সেটা বুঝতে পারছি। DYK গুলি কয়েক দিন পর পর হালনাগাদ করতে হবে। আর প্রথম পাতাতে আধা বছর ধরে বাংলাদেশ নিবন্ধটা রয়ে গেছে, ওটাকেও পালটানো দরকার। --রাগিব (আলাপ | অবদান) ০৬:২৯, ২০ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
বেলায়েত ভাই, উচ্চারণ নিয়ে সংশয় হচ্ছে। আসলে এটা উইকিপিডিয়া হবে না? যা হোক, আমি ফিরে এসেছি, দ্রুত পুনরায় কাজ শুরু করছি্। আশাকরি আজাকি চালু হলে প্রতিদিনই হালনাগাদ করা সম্ভব হবে। আর রাগিব ভাইয়া, কোন ব্লগে লেখা হচ্ছে, একটু বলেন তো। --তারিফ এজাজ ০৬:৫১, ২০ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
উইকিপিডিয়া হলো নেমস্পেসের নাম, যা অনেক আগে কেউ সেট করসিলো, কিন্তু ঠিক করা হয় নাই। মোটামুটি সবাই একমত, এটা উইকিপিডিয়া হবে। কিন্তু ইংরেজি Wikipedia: নেমস্পেস এখানের মিডিয়াউইকি সার্ভারে হার্ড কোডেড হয়ে উইকিপিডিয়া হয়ে আছে। অর্ণব একবার বলেছিলেন এটা কিভাবে যেন ঠিক করা যায়, আমি ঠিক জানি না, উনি সম্ভবত এই ব্যাপারে উদ্যোগও নিয়েছিলেন।
সামহয়ারইন ব্লগে মাঝে মধ্যেই বাংলা উইকিপিডিয়া হতে কেউ কেউ তথ্য উদ্ধৃতি দিচ্ছে, মাঝে মধ্যে দেখতে পাই। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৩১, ২০ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

archive-এর বাংলা আর্কাইভ রাখাই ভাল। শব্দটা বাংলায় বেশ ভালমতোই ঢুকে গেছে। কাছাকাছি বাংলা একটা আছে: সংগ্রহশালা। কেবল "সংগ্রহ" রাখলেও মনে হয় চলে। "মহাফেজখানা" মোটেও প্রচলিত নয়, আর এটাতে বেশ মধ্যযুগীয় উর্দু-ফার্সি গন্ধ লেগে আছে। --অর্ণব (আলাপ | অবদান) ০৮:৪৭, ২০ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

আমিও বুঝিনি।মহাফেজ টা কি ইমরুল (আলাপ) ০৫:১৫, ২৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

Dip24 Dip24 (আলাপ) ০৮:০৯, ২৫ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ক্রেডিট টেমপ্লেট সম্পাদনা

জানুয়ারি ২৩, ২০১০ তারিখের ভুক্তিগুলির নিবন্ধ পাতায় ও প্রস্তাবক/মনোনয়নকারী/লেখকদের পাতায় ক্রেডিট টেমপ্লেট যোগ করা হয়নি। এই ব্যাপারে প্রশাসক ও আজাকি ব্যবস্থাপকের দৃষ্টি আকর্ষণ করছি। --অর্ণব দত্ত (talk) ১৯:৩৬, ২৪ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

আমি উইকিপিডিয়ায়য় নতুন

আজাকি শব্দটির মানে কি? Paran ০১:৩৫, ২৯ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
"আজাকি সংগ্রহশালা" প্রকল্প পাতায় ফিরুন।