উইকিপিডিয়া আলোচনা:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১/সংগ্রহশালা ২

সাম্প্রতিক মন্তব্য: Pratyush ranjan ghosh কর্তৃক ২ বছর পূর্বে "ভাষা" অনুচ্ছেদে
সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২

নিবন্ধ জমা দেয়ার তালিকা সংশোধন প্রসঙ্গে

গত রাতে একটি নিবন্ধ জমা দিয়েছি। আরো অনেকের নিবন্ধও ছিল। আজ সকালে নিবন্ধ জমা দেয়ার জায়গায় অন্য কারো নিবন্ধের অংশ দেখা যাচ্ছে। আর কারো নিবন্ধ দেখা যাচ্ছে না।

এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।— Naznin Niti (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Naznin Niti: ঠিক করা হয়েছে। এখানে দেখতে পারবেন —শাকিল হোসেন আলাপ ০৪:১৭, ৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)
@শাকিল হোসেন: ধন্যবাদ।

নিবন্ধের শিরোনাম প্রসঙ্গে

নিবন্ধের শিরোনাম পরিবর্তন করেছি । কিন্তু পূর্বের শিরোনামটি দিয়েই উইকিপিডিয়াতে খুঁজতে হচ্ছে। কীভাবে পূর্বের শিরোনাম বাদ দিব। আর কী করলে নতুন শিরোনাম দিয়ে খুঁজলেই নিবন্ধটি চলে আসবে। অনুগ্রহ পূর্বক জানাবেন। Naznin S. Niti (আলাপ) ১৭:৫৬, ১১ এপ্রিল ২০২১ (ইউটিসি)

@Naznin Niti: পুনর্নির্দেশ সহ স্থানান্তর করায় পূর্বের শিরোনামের পাশাপাশি বর্তমান শিরোনাম দিয়ে অনুসন্ধান করলেও নিবন্ধ টি খুঁজে পাওয়া যাবে। ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ১৮:১৮, ১১ এপ্রিল ২০২১ (ইউটিসি)
@MdsShakil: কিন্তু গুগল থেকে পুরনো নিবন্ধের নাম দিলেই আসছে। নতুন শিরোনাম দিয়ে খুজলে কিছু আসছে না। কী করতে হবে? — Naznin Niti (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@Naznin Niti: গুগলের অ্যালগরিদম হালনাগাদ হতে একটু সময় লাগবে —শাকিল হোসেন আলাপ ১৯:০৫, ১১ এপ্রিল ২০২১ (ইউটিসি)
@MdsShakil: ধন্যবাদ। — Naznin Niti (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ভাষা

কিভাবে লিখব? Pratyush ranjan ghosh (আলাপ) ০৮:৩৪, ৯ মার্চ ২০২২ (ইউটিসি)

"অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১/সংগ্রহশালা ২" প্রকল্প পাতায় ফিরুন।