উইকিপিডিয়া আলোচনা:অনির্ভরযোগ্য উৎসসমূহের তালিকা

সাম্প্রতিক মন্তব্য: Ahmed Towfiq কর্তৃক ৩ বছর পূর্বে "তালিকা থেকে বাদ দেয়ার অনুরোধ" অনুচ্ছেদে
এই আলাপ পাতা অনির্ভরযোগ্য উৎস সম্পর্কে আলোচনার জন্য নির্ধারিত

এই পাতার নির্দিষ্ট অনুচ্ছেদে অনির্ভরযোগ্য উৎসের তালিকাতে কোন ডোমেইন যুক্ত করার অনুরোধ বা তালিকা থেকে বাদ দেয়ার অনুরোধ করা যাবে। স্প্যামিং বিষয়ে অনুরোধের জন্য স্প্যাম কালোতালিকার আলাপ পাতা ব্যবহার করুন। এখানে শুধুমাত্র সংবাদভিত্তিক বা এ ধরণের বিভিন্ন ডোমেইন নাম নিয়ে আলোচনা করা হয়। কোন ডোমেইন যুক্ত করা বা বাদ দেওয়া অনুরোধটি নির্দিষ্ট অনুচ্ছেদে নিচের মত করে যুক্ত করুন।

===সাইটের ডোমেইন ঠিকানা===
* অনুরোধের কারণ। (আপনার স্বাক্ষর)

তালিকাতে যুক্ত করার অনুরোধ সম্পাদনা

তালিকা থেকে বাদ দেয়ার অনুরোধ সম্পাদনা

সাইটের ডোমেইন ঠিকানাঃ somoyerkonthosor.com

  • প্রিয় সুধী ও স্থানীয় প্রশাসকবৃন্দ, সময়ের কণ্ঠস্বর এর ইউআরএল টি উইকিপিডিয়ার অনির্ভরযোগ্য উৎসসমূহের তালিকা থেকে বাদ দিতে ইতমধ্যে ব্যবহারকারী_আলাপ:Ibrahim_Husain_Meraj আলাপ পাতায় "সময়ের কণ্ঠস্বর" প্রসঙ্গে এবং "উইকিপিডিয়া:অনির্ভরযোগ্য উৎসসমূহের তালিকা প্রসঙ্গে" আপনাদের সাথে আলোচনা করেছি এবং অনুরোধ জানিয়েছি। এখানে আবারো একই অনুরোধ জানালাম, কারন এই পাতাটি এই সমস্যা সমাধানে আলোচনার জন্য নির্ধারিত পাতা। অতীতে অনভিজ্ঞতার কারনে এই ওয়েবসাইটের গুনগতমানসহ ইন্টারনেট নীতির পরিপন্থী কোন বিষয় আমাদের চোখে পড়েনি। বর্তমানে আমরা ওয়েবসাইটটির গুনগত মান বজায় রাখতে সচেষ্ট। সার্বিক দিক বিবেচনায় ওয়েবসাইটটি উইকিপিডিয়া কালো তালিকা মুক্ত করে বাধিত করবেন।

আপনাদের আশুদৃষ্টি কামনায় --Ahmed Towfiq (আলাপ) ০১:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"অনির্ভরযোগ্য উৎসসমূহের তালিকা" প্রকল্প পাতায় ফিরুন।