উইকিপিডিয়া:আইনগত দাবিত্যাগ

(উইকিপিডিয়া:DNGLA থেকে পুনর্নির্দেশিত)
উইকিপিডিয়া কোনো আইনগত মতামত বা সহায়তা দেয় না

উইকিপিডিয়ায় আইনগত বিষয়ের ওপর অনেক নিবন্ধ রয়েছে; যদিও, কোনো নিবন্ধ যে সঠিক তার কোনো প্রকার নিশ্চয়তা নেই। অর্থাৎ, কোনো নিবন্ধে আইনসংক্রান্ত যে তথ্য সংযোজিত হয়েছে তা যে সত্য, নির্ভুল ও যথাযথ তার কোনোরকম নিশ্চয়তা নেই। আইন বিভিন্ন স্থানে বিভিন্নরকম এবং এটি বিভিন্ন সময় পরিবর্তিত হয়; কিছুক্ষেত্রে খুব তাড়াতাড়ি-ই সেটা ঘটে। যদি কোনো তথ্য সঠিকও হয় তবে এমন হতে পারে যে, যিনি ঐ তথ্যটি সংযোজন করেছেনে শুধুমাত্র তাঁদের বিচারব্যবস্থায়-ই সেটা সঠিক। সেই সাথে কোনো নিবন্ধ উইকিপিডিয়ায় সংযুক্ত হওয়ার পর ঐ আইন যেকোনো সময় উন্নতির স্বাভাবিক ধারায় পরিবর্তন, পরিবর্ধন, বা বাতিল হতে পারে।

আইন সংক্রান্ত যেসমস্ত তথ্য উইকিপিডিয়ায় সন্নিবেশিত হয়েছে তা স্বাভাবিক বিচারে যথেষ্ট ভালো হতে পারে, কিন্তু তা কখনোই একজন নিবন্ধিত পেশাদারের সাথে তুলনীয় হতে পারে না অর্থাৎ, দক্ষ কর্তৃপক্ষের সাথে যিনি আপনার মামলা পরিচালনার সময় সুনির্দিষ্ট ক্ষেত্রে তা প্রয়োগ করতে পারেন। যদি আপনার একজন আইনজীবি, সিভিল ল নোটারি, ব্যারিস্টার, বা সলিসিটারের সাথে যোগাযোগ করার কোনো উদ্দেশ্য বা ইচ্ছা না থাকে, তবে অনুগ্রহপূর্বক স্থানীয় বার এসোসিয়েশন, আইন সঙ্ঘ বা আপনার বিচারব্যবস্থার অন্তর্গত এধরনের বিচারক ও আইনজীবিদের বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করুন।

কোনো অবদানকারী, অর্থযোগানদাতা, প্রশাসক, অথবা উইকিপিডিয়ার সাথে কোনোভাবে সংশ্লিষ্ট অন্য কেউ উইকিপিডিয়ার কোনো ওয়েবপেইজে প্রদর্শিত আইন সংক্রান্ত কোনো তথ্যের, তথ্য সংরক্ষণ, এবং তথ্য ব্যবহারের ফলে সংঘটিত কোনো প্রভাবমূলক কর্মকাণ্ডের দায়দায়িত্ব নেবেন না।

উইকিপিডিয়া বা আমাদের উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্তর্গত প্রকল্পে উপস্থাপিত আইন বিষয়ক নিবন্ধসমূহ শুধুমাত্র সংশ্লিষ্ট আইনের ওপর আইনগত পরামর্শ ও আইন পেশার ক্ষেত্রে তার ব্যাখ্যাদান করার চেষ্টারূপে গণ্য হবে।