উইকিপিডিয়া:উইকিপ্রকল্প বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ

(উইকিপিডিয়া:BD1971 থেকে পুনর্নির্দেশিত)

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিষয়ক সকল নিবন্ধ সম্পাদনা, পরিবর্ধন, পরিমার্জন, তথ্যসূত্র সংযোজন ইত্যাদি কাজের জন্য এই উইকিপ্রকল্পটি তৈরি করা হয়েছে। সদস্যদের সহায়তায় আশাকরি প্রকল্পটি খুব দ্রুত সমৃদ্ধ হয়ে উঠবে। সবার সক্রিয় অংশগ্রহণ কামনা করি। অনুরোধ করছি, নিয়মিত কাজ করার সুযোগ না থাকলে দয়া করে প্রকল্পটিতে যোগ দেবেন না। সক্রিয় থাকাটাই এই প্রকল্পের মুখ্য কাজ। বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধকরণের পর সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটিতেও হাত লাগানো হবে। এভাবেই আন্তর্জালে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখিত হবে।

উদ্দেশ্য এবং কর্মপ্রণালী সম্পাদনা

  • বাংলা এবং ইংরেজি উইকিপিডিয়াতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংশ্লিষ্ট সকল নিবন্ধের মানোন্নয়ন এবং নতুন নিবন্ধ সৃষ্টি
  • সৃষ্ট নিবন্ধগুলোতে যাতে ভ্যান্ডালিজম ও বিভ্রান্তিমূলক রেফারেন্স বা মিথ্যা তথ্য সংযুক্ত হতে না পারে সেজন্য সেগুলোর দিকে নিয়মিত নজর রাখা। নজর রাখার সুবিধার্থে একেক জনের দায়িত্বে নিবন্ধ বণ্টন করে দেয়া হবে। আগ্রহী হলে নিচের সদস্য তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত করুন।
  • মুক্তিযুদ্ধের বিতর্কিত বিষয়গুলোতে সকল পক্ষের বক্তব্যের পক্ষে রেফারেন্স সংগ্রহ এবং রেফারেন্স গুলোর গুরুত্ব বিচার। মুক্তিযুদ্ধের ইতিহাস যারা বিকৃত করার কাজে লিপ্ত তাদের প্রতিরোধ করার জন্য রেফারেন্স কোনটা গ্রহণযোগ্য আর কোনটা ভুয়া এটা বিবেচনা করা খুব জরুরী। তথ্যসূত্র সংকলনের জন্য আলাদা এক বা একাধিক পাতা করা হবে। সেই পাতা থেকে প্রয়োজন মত তথ্য নিয়ে বিভিন্ন নিবন্ধে সংযুক্ত করা যাবে।

সাম্প্রতিক সংযোজন এবং পরিবর্তনসমূহ সম্পাদনা

নিবন্ধের তালিকা সম্পাদনা

নিচের লিংকে গেলে এই প্রকল্পের আওতাভুক্ত সকল নিবন্ধের তালিকা পাওয়া যাবে। পাশাপাশি কোন নিবন্ধের দায়িত্বে এই প্রকল্পের পক্ষ থেকে কাকে দায়িত্ব দেয়া হচ্ছে, বা কে দায়িত্ব নিচ্ছেন এবং নিবন্ধের মান কেমন সেটা উল্লেখ থাকবে। উল্লেখ্য কাউকে দায়িত্ব দেয়া বা কেউ দায়িত্ব নেয়া মানে এই নয় যে উক্ত নিবন্ধটিতে অন্য কেউ এডিট করতে পারবেন না। সব নিবন্ধই সবাই এডিট করতে পারবেন। দায়িত্ব বণ্টন করা হচ্ছে কেবলই প্রকল্পের সুবিধার জন্য। নিচের লিংকে যান:

তথ্যসূত্র ব্যবস্থাপনা সম্পাদনা

মুক্তিযুদ্ধের প্রতিটি সূক্ষ্ণ বিষয় নিয়ে কনক্রিট রেফারেন্স সংগ্রহ আমাদের মুখ্য কাজ। এই কাজটি করার জন্য একটি আলাদা পাতা ওপেন করা হচ্ছে। তাই বলে এই পাতাতেই সব করা হবে না। রেফারেন্স সংগ্রহের দায়িত্বে যারা আছেন তারা নিজ নিজ ওয়ার্ড ফাইলে সব টুকে রাখছেন। এই পাতায় কেবল সবার চোখে পড়ার জন্য দেয়া হচ্ছে। এই পাতা থেকে রেফারেন্স নিয়ে যেকোন পাতায় সংযুক্ত করতে পারেন যে কেউ। এখানে রেফারেন্স গ্রন্থ বা আর্টিকেল বা জার্নাল এর পাশাপাশি উল্লেখোগ্য অংশটুকুও হুবহু উদ্ধৃত করা থাকবে। নিচের পাতায় যান:

প্রবেশদ্বার সম্পাদনা

সদস্যবৃন্দ সম্পাদনা

বিষয়শ্রেণীসমূহ সম্পাদনা

নিচের বিষয়শ্রেণীগুলোর অধীনে সবগুলো নিবন্ধ সাজানো আছে। + চিহ্নে ক্লিক করলেই উপ-বিষয়শ্রেণী দেখতে পাবেন।