উইকিপিডিয়া:মূল্যায়ন

বাংলা উইকিপিডিয়া - মূল্যায়ন পদ্ধতি - একটি প্রস্তাবনা সম্পাদনা

ইংরাজি উইকিপিডিয়ায় বর্তমান অবস্থা সম্পাদনা

ইংরাজি উইকিপিডিয়ায় মূল্যায়নের দুটি প্রধান ভাগ - Quality এবং Importance। এদের আবার উপভাগ আছে। এই Quality এবং Importance বিভিন্ন নিবন্ধে দেওয়া হয় মূলতঃ ৩ ভাবে, -

  • বিভিন্ন প্রকল্পের নিবন্ধের আলাপ পাতায় সেই প্রকল্পের ট্যাগ লাগিয়ে।
  • bot ব্যবহার করে (বিশেষ করে stub-এর ক্ষেত্রে)।
  • নিবন্ধের মানোন্নয়নের স্বাভাবিক পদ্ধতি অনুসারে কোনো ব্যবহারকারী নিজে হাতে উপযুক্ত মূল্যায়ন করে।

বাংলা উইকিপিডিয়ার বর্তমান অবস্থা সম্পাদনা

  • বাংলা উইকিপিডিয়ায় আজ প্রায় ৩৩ হাজার নিবন্ধ আছে(Nov'14)। কিন্তু বাংলা উইকিপিডিয়াতে সব পর্যায়ের সামগ্রিক মূল্যায়ন এখনো অধরা। ব্যতিক্রম – ভাল নিবন্ধ আর নির্বাচিত নিবন্ধের ক্ষেত্রেই একমাত্র দেখা যায় একটি সুনির্দিষ্ট পদ্ধতি বিদ্যমান।
  • এছাড়া ইংরাজি উইকিপিডিয়ার থেকে আংশিক অনুকরণও দেখা যায়।
  • মোট কথা বাংলা উইকিপিডিয়াতে সমস্ত নিবন্ধের মূল্যায়ন নেই তাই আমরা এমন কোনো পরিসংখ্যান পেতে পারিনা যেটা আমাদের বলতে পারে কটা stub বা start নিবন্ধ আছে।

কৈফিয়ত সম্পাদনা

প্রথমেই স্বীকার করি এই প্রস্তাবনা ইংরাজি উইকির মূল্যায়ন পদ্ধতির থেকে আলাদা। অনেকাংশেই একে বৈপ্লবিক বলা চলে। এই প্রস্তাবনার মূল ভিত্তিগুলি লক্ষ্য করা যাক, -

  • বাংলা উইকির সমস্ত পাতার শ্রেণী বিন্যাস হওয়া উচিত। পরিসংখ্যানের পক্ষে এটি একটি বড় অন্তরায়। সুতরাং, একমাত্র bot-এর দ্বারাই সেটা সম্ভব।
  • মূল্যায়ন হবে যথা সম্ভব objective ও বাধ্যতামূলক। সুতরাং নির্দিষ্ট মানদন্ড চাই।
  • প্রস্তাবিত ভাল নিবন্ধ ও তদুর্ধ পর্যায়ের মান নির্ধারণ বর্তমান পদ্ধতিতেই হবে। সুতরাং এই মান গুলি (যথাক্রমে, প্রস্তাবিত ভাল নিবন্ধ, ভাল নিবন্ধ, প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ এবং নির্বাচিত নিবন্ধ) নতুন প্রস্তাবের বাইরে থাকবে।
  • সমস্ত রকম গুরুত্ব নির্ধারণ নতুন পদ্ধতিতেই করতে হবে।
  • যত দ্রুত সম্ভব নতুন পদ্ধতির প্রয়োগ জরুরী। যত দেরি করা হবে, তত নিবন্ধের সংখ্যা বাড়বে ও এটি একটি প্রায় অসম্ভব কাজে পরিণত হবে।

মান সংক্রান্ত - নতুন প্রস্তাবনা সম্পাদনা

ইংরাজি উইকিপিডিয়া বাংলা উইকিপিডিয়া প্রস্তাবিত নিয়মাবলী
বর্তমান প্রস্তাবিত পদ্ধতি তথ্যসূত্র ছবি bot ব্যবহার
ব্যবহারকারী নির্ধারিত মান
FA নি নি বর্তমান পদ্ধতি - - -
FL নিতা বর্তমান পদ্ধতি - - -
A প্রনি বর্তমান পদ্ধতি - - করতে হবে
GA ভাল ভাল বর্তমান পদ্ধতি - - -
B প্রভাল বর্তমান পদ্ধতি - - করতে হবে
bot নির্ধারিত মান
C সানি < প্রস্তাবিত ভাল নিবন্ধ - - করতে হবে
Start প্রাথমিক ৫ কেবি (Kilobytes) >= নিবন্ধ <= ১০ কেবি তথ্যসূত্র <= ২টি ছবি <= ২টি করতে হবে
Stub অসম্পূর্ণ নিবন্ধ < ৫ কেবি (Kilobytes) + এবং\অথবা কোনো উইকি ব্যবহারের ভুল আছে তথ্যসূত্র = 0 ছবি = 0 করতে হবে
List তালিকা সকল নির্ভুল তালিকা != নির্বাচিত তালিকা - - করতে হবে
Book
Category বিষয়শ্রেণী - - - করতে হবে
Disambig দ্ব্যর্থতা - - - করতে হবে
File
Portal প্রবেশদ্বার - - - করতে হবে
Project প্রকল্প - - - করতে হবে
Redirect পুনঃনির্দেশনা - - - করতে হবে
Unassessed

এখন থেকে উইকি পাতাগুলির মান নির্ণয় দুই ভাবে হবে।

  1. ব্যবহারকারী নির্ধারিত: ব্যবহারকারী সমাজ যৌথভাবে কয়েকটি মান নির্ধারণ করবে।
  2. bot নির্ধারিত: bot স্বয়ংক্রিয়ভাবে কয়েকটি মান নির্ধারণ করবে।

এই দুটি পারস্পরিক স্বতন্ত্র পদ্ধতি। এই দুই পদ্ধতির অন্তর্গত মানগুলি পাশের সারণীতে দেওয়া হল। ১ নং পদ্ধতিতে একটি পাতা উত্তীর্ণ হতে গেলে কোনো ব্যবহারকারীকে পাতাটিকে প্রস্তাবিত ভাল নিবন্ধে নথিভুক্ত করতে হবে।

এখন ১নং পদ্ধতিতে bot চালনার জন্য কিছু সুনির্দিষ্ট বস্তুনিষ্ঠ পরামিতি ও তার মান আগে থেকেই ঠিক করতে হবে। এই পরামিতিগুলির তালিকা নিচে দেওয়া হল।

পরামিতির নাম বাধ্যতামূলক? গুরুত্বের ক্রম (যেখানে ১ সর্বোচ্চ)
ছবি না
তথ্যসূত্র হ্যাঁ
তথ্যের পরিমান হ্যাঁ
ত্রুটিহীনতা হ্যাঁ

ব্যবহারকারী নির্ধারিত মানগুলি সম্পাদনা

নি (নির্বাচিত নিবন্ধ), নিতা (নির্বাচিত তালিকা)
 
নি (নির্বাচিত নিবন্ধ), নিতা (নির্বাচিত তালিকা): বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে এ বিষয়ে যথেষ্ট ও সুনির্দিষ্ট পদ্ধতি আছে। সুতরাং কোনো পরিবর্তন করতে হবে না।

আরও জানতে দেখুন সম্পাদনা

প্রনি (প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ / তালিকা)
 
প্রনি (প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ / তালিকা): বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে এ বিষয়ে যথেষ্ট ও সুনির্দিষ্ট পদ্ধতি আছে। সুতরাং কোনো পরিবর্তন করতে হবে না।

আরও জানতে দেখুন সম্পাদনা

ভাল (ভাল নিবন্ধ)
 
ভাল (ভাল নিবন্ধ): বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে এ বিষয়ে যথেষ্ট ও সুনির্দিষ্ট পদ্ধতি আছে। সুতরাং কোনো পরিবর্তন করতে হবে না।

আরও জানতে দেখুন সম্পাদনা

প্রভাল (প্রস্তাবিত ভাল নিবন্ধ)
 
প্রভাল (প্রস্তাবিত ভাল নিবন্ধ): বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে এ বিষয়ে যথেষ্ট ও সুনির্দিষ্ট পদ্ধতি আছে। সুতরাং কোনো পরিবর্তন করতে হবে না।

আরও জানতে দেখুন সম্পাদনা

bot নির্ধারিত মানগুলি সম্পাদনা

 
বাংলা উইকিপিডিয়ায় প্রস্তাবিত Bot দ্বারা মূল্যায়ন পদ্ধতির প্রবাহ চিত্র

বোঝার সুবিধার জন্য, বাংলা উইকিপিডিয়ায় প্রস্তাবিত Bot দ্বারা মূল্যায়ন পদ্ধতির একটি প্রবাহ চিত্র পাশে দেওয়া হল।

সানি (সাধারণ নিবন্ধ)
 
চিহ্ন স্থিরীকৃত হয়নি
সানি (সাধারণ নিবন্ধ): এটি একটি নতুন মান। এই মান bot-এর সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করতে হবে।
পরামিতি প্রস্তাবিত চিহ্ন
পরামিতি মূল্যমান বাধ্যতামূলক? গুরুত্বের ক্রম (যেখানে ১ সর্বোচ্চ)
ছবি >২ না
তথ্যসূত্র >২ হ্যাঁ
তথ্যের পরিমান >১০কেবি হ্যাঁ
ত্রুটিহীন? হ্যাঁ হ্যাঁ
এই নিবন্ধের দ্যোতক প্রস্তাবিত চিহ্ন নিচে দেওয়া হল।

 


প্রাথমিক (প্রাথমিক নিবন্ধ)
 
চিহ্ন স্থিরীকৃত হয়নি
প্রাথমিক (প্রাথমিক নিবন্ধ): এটি একটি নতুন মান। এই মান bot-এর সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করতে হবে।
পরামিতি প্রস্তাবিত চিহ্ন
পরামিতি মূল্যমান বাধ্যতামূলক? গুরুত্বের ক্রম (যেখানে ১ সর্বোচ্চ)
ছবি <=২ না
তথ্যসূত্র <=২ হ্যাঁ
তথ্যের পরিমান ৫ কেবি >= নিবন্ধ <= ১০ কেবি হ্যাঁ
ত্রুটিহীন? হ্যাঁ হ্যাঁ
এই নিবন্ধের দ্যোতক প্রস্তাবিত চিহ্ন নিচে দেওয়া হল।

 

অসম্পূর্ণ (অসম্পূর্ণ নিবন্ধ)
 
চিহ্ন স্থিরীকৃত হয়নি
অসম্পূর্ণ (অসম্পূর্ণ নিবন্ধ): এটি একটি নতুন মান। এই মান bot-এর সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করতে হবে।
পরামিতি প্রস্তাবিত চিহ্ন
পরামিতি মূল্যমান বাধ্যতামূলক? গুরুত্বের ক্রম (যেখানে ১ সর্বোচ্চ)
ছবি 0 না
তথ্যসূত্র 0 হ্যাঁ
তথ্যের পরিমান < ৫ কেবি হ্যাঁ
ত্রুটিহীন? না হ্যাঁ
এই নিবন্ধের দ্যোতক প্রস্তাবিত চিহ্ন নিচে দেওয়া হল।

 

এছাড়া বিশেষ পৃষ্ঠাসমূহ যথা, তালিকা, বিষয়শ্রেণী, দ্ব্যর্থতা নিরসন, প্রবেশদ্বার, প্রকল্প বা পুনঃনির্দেশনার ক্ষেত্রে সরাসরি bot ব্যবহার করা যাবে।

গুরুত্ব সংক্রান্ত - নতুন প্রস্তাবনা সম্পাদনা

বাংলা উইকিপিডিয়াতে বর্তমানে গুরুত্ব আসলে গুরুত্বহীন। নিচের বর্তমান স্তম্ভে যা দেখাচ্ছে তা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সঠিক ভাবে ব্যবহৃত হয় না। প্রস্তাবিত প্রতিটি শ্রেণীবিভাগ নিচে বর্ণনা করা হল, -

  • সর্বোচ্চ - শুধুমাত্র সেই সব পাতার ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলি নিবন্ধ হলে নির্বাচিত, টেমপ্লেট হলে উপযোগিতা টেমপ্লেট যার অন্ততঃ ১০০ টি ব্যবহার রয়েছে, বিষয়শ্রেণী হলে যাতে সরাসরি বা তার উপবিষয়শ্রেণীর মধ্যে অন্ততঃ একটি নির্বাচিত নিবন্ধ।
  • উচ্চ - শুধুমাত্র সেই সব পাতার ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলি নিবন্ধ হলে অন্ততঃ ভাল নিবন্ধ, টেমপ্লেট হলে উপযোগিতা টেমপ্লেট যার নূনতম ৫০টি থেকে সর্বাধিক ৯৯টি ব্যবহার রয়েছে, বিষয়শ্রেণী হলে যাতে সরাসরি বা তার উপবিষয়শ্রেণীর মধ্যে অন্ততঃ একটি ভাল নিবন্ধ।
  • মধ্য - শুধুমাত্র সেই সব পাতার ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলি নিবন্ধ হলে প্রস্তাবিত ভাল নিবন্ধ, টেমপ্লেট হলে উপযোগিতা টেমপ্লেট যার নূনতম ৩০টি থেকে সর্বাধিক ৪৯টি ব্যবহার রয়েছে, বিষয়শ্রেণী হলে যাতে সরাসরি বা তার উপবিষয়শ্রেণীর মধ্যে অন্ততঃ একটি প্রস্তাবিত ভাল নিবন্ধ। সুতরাং, bot ব্যবহারই করেই এটি করতে হবে।
  • নিম্ন - শুধুমাত্র সেই সব পাতার ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলি নিবন্ধ হলে সাধারণ নিবন্ধ, টেমপ্লেট হলে উপযোগিতা টেমপ্লেট (<৩০টি ব্যবহার) বা সাধারণ টেমপ্লেট যার দুই বা ততোধিক ব্যবহার রয়েছে, বিষয়শ্রেণী হলে যাতে সরাসরি অন্ততঃ একটি সাধারণ নিবন্ধ। এক্ষেত্রে, bot এবং সেই সাথে ব্যবহারকারী নিজেই এটি করতে সক্ষম।
  • গুরুত্বহীন - যে সকল নিবন্ধ, বিষয়শ্রেণী বা, টেমপ্লেট উপরোক্ত কোনো বিভাগের অন্তর্ভুক্ত নয় তাদের সকলকে এই শ্রেণীতে নথিভুক্ত করতে হবে। এক্ষেত্রেও, bot এবং সেই সাথে ব্যবহারকারী নিজেই এটি করতে সক্ষম।
ইংরাজি উইকিপিডিয়া বাংলা উইকিপিডিয়া প্রস্তাবিত নিয়মাবলী
বর্তমান প্রস্তাবিত
Importance গুরুত্ব গুরুত্ব নিবন্ধ টেমপ্লেট বিষয়শ্রেণী
Top সর্বোচ্চ নির্বাচিত নিবন্ধ উপযোগিতা টেমপ্লেট, >= ১০০ টি ব্যবহার সরাসরি বা উপবিষয়শ্রেণীর মধ্যে >= ১টি নির্বাচিত নিবন্ধ
High উচ্চ উচ্চ প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ বা ভাল নিবন্ধ উপযোগিতা টেমপ্লেট, ৫০টি >= ব্যবহার <= ৯৯টি সরাসরি বা উপবিষয়শ্রেণীর মধ্যে >= ১টি ভাল নিবন্ধ বা প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ
Mid মধ্য মধ্য প্রস্তাবিত ভাল নিবন্ধ উপযোগিতা টেমপ্লেট, ৩০টি >= ব্যবহার <= ৪৯টি সরাসরি বা উপবিষয়শ্রেণীর মধ্যে >= ১টি প্রস্তাবিত ভাল নিবন্ধ
Low নিম্ন নিম্ন সাধারণ নিবন্ধ উপযোগিতা টেমপ্লেট (<৩০টি ব্যবহার) বা সাধারণ টেমপ্লেট (> ২ ব্যবহার) সরাসরি >= ১টি সাধারণ নিবন্ধ
NA NA গুরুত্বহীন অন্যান্য অন্যান্য অন্যান্য
??? ??? - - -

গুরুত্বর গুরুত্ব রইল কোথায়? সম্পাদনা

এই প্রস্তাবনা সরাসরি কার্যকর করলে গুরুত্ব অস্বস্তিকরভাবে মানের সাথে সংপৃক্ত হয়ে যাবে। কারণ গুরুত্বর শ্রেণীবিভাগ আমরা মানের শ্রেণীর উপর নির্ভরশীল করে তুলব।

গুরুত্ব নির্ণয়ের একটি বিকল্প পদ্ধতি সম্পাদনা

নির্বাচিত নিবন্ধ ও ভাল নিবন্ধ নিঃসন্দেহে, যথাক্রমে, সর্বোচ্চ ও উচ্চ গুরুত্বের নিবন্ধ। আমরা একটি গুরুত্ব তালিকা তৈরী করতে পারি প্রতি প্রকল্পের নিবন্ধসমূহের যাতে গুরুত্ব দেওয়া থাকবে। উদাহরণ হিসাবে, উইকিপিডিয়া:উইকিপ্রকল্প অলিম্পিকস/গ্রীষ্মকালীন নিবন্ধসমূহ থেকে একটা ধারণা পাওয়া যাবে। এব্যপারেও আলোচনা ও সাধারণীকরণ প্রয়োজন।

উইকিপিডিয়ায় একটি অবশ্য প্রয়োজনীয় নিবন্ধের তালিকা আছে। সেখানেও আমরা গুরুত্বের উল্লেখ করতে পারি। একটি নির্দিষ্ট ছকে তালিকা তৈরী করলে আমরা bot ব্যবহার করতে পারব। ছকের উদাহরণ,-

পাতার ধরণ শিরোনাম গুরুত্ব
নিবন্ধ সত্যজিত রায় সর্বোচ্চ
বিষয়শ্রেণী বিষয়শ্রেণী:সমস্ত অনাথ নিবন্ধসমূহ উচ্চ

এই তালিকাগুলি সংরক্ষিত তালিকা হবে যা মূল্যায়ক ছাড়া সংশোধন করতে পারবে না। সুতরাং আমাদের গুরুত্ব সারণিটি এখন হবে, -

ইংরাজি উইকিপিডিয়া বাংলা উইকিপিডিয়া প্রস্তাবিত নিয়মাবলী
বর্তমান প্রস্তাবিত
Importance গুরুত্ব গুরুত্ব নিবন্ধ টেমপ্লেট বিষয়শ্রেণী
Top সর্বোচ্চ নির্বাচিত নিবন্ধ এবং/অথবা গুরুত্ব তালিকা উপযোগিতা টেমপ্লেট, >= ১০০ টি ব্যবহার এবং/অথবা গুরুত্ব তালিকা সরাসরি বা উপবিষয়শ্রেণীর মধ্যে >= ১টি নির্বাচিত নিবন্ধ এবং/অথবা গুরুত্ব তালিকা
High উচ্চ উচ্চ প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ বা ভাল নিবন্ধ এবং/অথবা গুরুত্ব তালিকা উপযোগিতা টেমপ্লেট, ৫০টি >= ব্যবহার <= ৯৯টি এবং/অথবা গুরুত্ব তালিকা সরাসরি বা উপবিষয়শ্রেণীর মধ্যে >= ১টি ভাল নিবন্ধ বা প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ এবং/অথবা গুরুত্ব তালিকা
Mid মধ্য মধ্য গুরুত্ব তালিকা উপযোগিতা টেমপ্লেট, ৩০টি >= ব্যবহার <= ৪৯টি গুরুত্ব তালিকা
Low নিম্ন নিম্ন গুরুত্ব তালিকা উপযোগিতা টেমপ্লেট (<৩০টি ব্যবহার) বা সাধারণ টেমপ্লেট (> ২ ব্যবহার)এবং/অথবা গুরুত্ব তালিকা গুরুত্ব তালিকা
NA NA গুরুত্বহীন অন্যান্য অন্যান্য অন্যান্য
??? ??? - - -

পরবর্তী পদক্ষেপ সম্পাদনা

  • প্রথমে বাংলা উইকিপিডিয়ার জন্য একটি মূল্যায়নের নিয়মাবলী বানাতে হবে। যে নিয়মগুলি যথাসম্ভব পরিমাপযোগ্য হতে হবে। আমি কিছু প্রস্তাব দিয়েছি, শুরু করার জন্য। আলোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্তে আসতে হবে।
  • অনেকগুলি bot লিখতে হবে; ফলে বিশেষজ্ঞ লোক লাগবে।
  • এই স্বয়ংক্রিয় মূল্যায়ন দুভাবে করা সম্ভব। হয় আলোচনার পাতায় টেমপ্লেট যোগ করে; অথবা, মূল পাতাতেই উপরে ডানদিকে উপযুক্ত চিহ্ন যোগ করে (যেভাবে বর্তমানে ভাল ও নির্বাচিত নিবন্ধ নির্দেশ করা হয়।)। আলোচনার পাতায় করলে উপযুক্ত টেমপ্লেট অনেকটাই হয়ে আছে। তবে এক্ষেত্রে ব্যবহারকারী ইচ্ছেমত পরিবর্তন করতে পারে। অন্যদিকে মূল পাতাতে করতে হলে নির্দিষ্ট চিহ্ন ঠিক করা থেকে পুরো কাজটাই করতে হবে। তবে এক্ষেত্রে ব্যবহারকারী ইচ্ছেমত পরিবর্তন করতে পারবে না।
  • মূল্যায়ক - একটি নতুন পদ(role) তৈরী করতে হতে পারে, যার কাজ হবে এই botগুলির রক্ষণাবেক্ষণ করা, পরিসংখ্যান সংগ্রহ করা ও প্রকাশ করা এবং মূল্যায়ন নিয়মাবলীর পাতার রক্ষণাবেক্ষণ করা।