বিয়ের নাচ (কখনো কখনো গ্রামের নাচ নামেও পরিচিত) হলো ১৫৫৬ সালে ফ্লেমিশ চিত্রশিল্পী পিটার ব্রুয়েঘল দি এলডার কর্তৃক কাঠের প্যানেলে আঁকা তৈলচিত্র। যেটি বর্তমানে মিশিগানের ডেট্রয়েট ইন্সটিটিউট অব আর্টস সংগ্রহশালায় সংরক্ষিত আছে। ১৯৩০ সালে চিত্রকর্মটি ঐ ইন্সটিটিউটের পরিচালক দ্বারা ইংল্যান্ডে আবিষ্কৃত হয়েছিল এবং তারপর ডেট্রয়েটে আনা হয়েছিল। ধারণা করা হয় যে এটি ব্রুগেল দ্বারা অঙ্কিত তিনটি ছবির সেটের একটি। ঐ সেটের বাকি ছবিগুলো হল কৃষকের বিয়ে (১৫৬৭) এবং কৃষকের নাচ (১৫৬৯)। এই চিত্রে ১২৫ জন বিয়ের অতিথিকে চিত্রায়িত করা হয়েছে। যা ছিল রেনেসাঁ যুগের ঐতিহ্য, কনেদের পড়নে ছিল কালো পোশাক এবং পুরুষদের পড়নে কোডপিসেস (নিম্নাঙ্গের উপরে পরিধানযোগ্য এক ধরনের থলিবিশেষ)। পুরো চিত্র জুড়েই ভয়েইউরিসম (ঘনিষ্ঠ আচরণে অংশগ্রহণরত মানুষের উপর গোয়েন্দাগিরি করা) ফোটানো হয়েছে। ঐ সময়ে কর্তৃপক্ষ ও চার্চ কর্তৃক নাচ নিষিদ্ধ ছিল,এবং চিত্রকর্মে ঐ সময়ের বাঁধাধরা, যৌনতায় পরিপূর্ণ এবং অসংযত কৃষক সমাজের সমালোচনামূলক এবং রম্য চিত্রাঙ্কন হিসেবে দেখা হয়। (বাকি অংশ পড়ুন...)