নর্মা তারামণ্ডলের তারাগুলোর তালিকা

নর্মা দক্ষিণ খ-গোলার্ধে আরা ও লুপাস তারামণ্ডল দু’টির মধ্যে অবস্থিত একটি ছোটো তারামণ্ডল। অষ্টাদশ শতাব্দীর ফরাসি জ্যোতির্বিজ্ঞানী নিকোলা-লুই দ্য লাকায়ি যে বারোটি তারামণ্ডল অঙ্কন করেছিলেন, নর্মা তার অন্যতম। এছাড়া বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে বর্ণিত বহুসংখ্যক তারামণ্ডলগুলোরও অন্যতম এটি। এই তারামণ্ডলের নামটি নর্ম্যালের লাতিন প্রতিশব্দ, যা একটি সমকোণ নির্দেশ করে এবং বিভিন্নরূপেরুল, ছুতোরের স্কোয়ার, সেট স্কোয়ার বা লেভেলের প্রতীকরূপে গণ্য হয়। নর্মা তারামণ্ডলটি আধুনিক ৮৮টি তারামণ্ডলের তালিকাভুক্তই থেকে গিয়েছে। নর্মার চারটি উজ্জ্বলতর তারা—গামা, ডেল্টা, ইপসিলন ও ইটা—অস্পষ্ট তারাদের ক্ষেত্রের উপর একটি বর্গাকার ক্ষেত্র গঠন করেছে। গামা নর্মি হল এই তারামণ্ডলের উজ্জ্বলতম তারা, যার আপাত মান ৪.০। মিউ নর্মি অদ্যাবধি জ্ঞাত সর্বাপেক্ষা উজ্জ্বল তারাগুলোর অন্যতম, এটির ঔজ্জ্বল্য সূর্য অপেক্ষা দশ লক্ষের এক-চতুর্থাংশ থেকে দশ লক্ষ গুণ বেশি। নর্মার চারটি নক্ষত্র জগতে গ্রহের উপস্থিতির কথা জানা যায়। আকাশগঙ্গা ছায়াপথ নর্মার মধ্য দিয়ে যায়। এই তারামণ্ডলের মধ্যে দূরবীনের সাহায্যে পর্যবেক্ষকদের কাছে দৃশ্যমান আটটি মুক্ত স্তবক অবস্থিত। নর্মা স্তবক নামে পরিচিত আবেল ৩৬২৭ এই তারামণ্ডলেই অবস্থিত। এই নর্মা গুচ্ছ জ্ঞাত সর্বাধিক গুরুভার ছায়াপথ স্তবকগুলোর অন্যতম। (বাকি অংশ পড়ুন...)