১৯৭১ সালের অসহযোগ আন্দোলন হচ্ছে সেবছরের মার্চে পাকিস্তানের সামরিক সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও সাধারণ জনগণ কর্তৃক তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পরিচালিত একটি ঐতিহাসিক আন্দোলন। ১ মার্চে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণার পর জনগণের স্বতস্ফুর্ত আন্দোলন শুরু হলেও আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানের আহ্বানে ২ মার্চে অসহযোগ আন্দোলন শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত চলমান থাকে। মোট ২৫ দিন স্থায়ী হয় এই আন্দোলন। এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার থেকে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন নিশ্চিত করা। ২৫ মার্চে মধ্যরাত থেকে পাকিস্তানি সেনাবাহিনীর পরিচালিত গণহত্যা অপারেশন সার্চলাইটের প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পাশাপাশি এই আন্দোলনের ইতি ঘটে। এর চুড়ান্ত ফলাফল হিসেবে একই বছরের ১৬ ডিসেম্বরে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের অভ্যূদয় হয়। বাকি অংশ পড়ুন...