উইকিপিডিয়া:ব্যবহারকারীর অভিজ্ঞতালব্ধ মতামত

  • অন্যান্য ভাষাসমূহের তালিকাটি একবার কলাপস করে রাখলে তা স্বয়ংক্রিয়ভাবে ঐ কম্পিউটারের জন্য পরবর্তীতে মনে রাখার কথা। এবং পরবর্তী সময়গুলোতে তা কলাপস অবস্থায় থাকার কথা ছিলো। কিন্তু একটি বাগ থাকার কারণে তা সম্ভব হচ্ছিলো না। গতকাল (১ জুলাই, ২০১০) বাগটি ফিক্স করা হয়েছে। এখন বাম পাশের কলামের প্রতিটি কলাপসিবল মেনু একই ভাবে ব্যবহারকারীরা ইচ্ছানুযায়ী কলাপস করতে পারবেন, এবং একবার করলে অবস্থাটি ঐ কম্পিউটারের জন্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে সংরক্ষিত হবে।