উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ/চর্যাপদ

চর্যাপদ (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন)

মনোনয়নকারী: — User:Jonoikobangali আলাপ অবদান ১৫:২৯, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

মঈনুল ইসলাম ভাই "ভাল নিবন্ধ" হিসেবে মূল্যায়নের সময় এটিকে "সুলিখিত", "সঠিক", "গভীর", "নিরপেক্ষ", "স্থিতিশীল" বলে উল্লেখ করেছেন। আমার প্রস্তাব এটিকে নির্বাচিত নিবন্ধ মর্যাদা দেওয়া হোক। প্রস্তাবক: --অর্ণব দত্ত (আলাপ) ১৫:২৯, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

যেহেতু ভাল নিবন্ধের জন্য আমি মূল্যায়ন করেছিলাম, তাই নির্বাচিত নিবন্ধস্তরে উন্নীত করতে এবার অন্য আরেকজন অবদানকারীর দৃষ্টির প্রত্যাশা করবো। এতে নিরপেক্ষতা সুনিশ্চিত হবে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৯:৪৭, ৮ এপ্রিল ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
যেহেতু ভাল নিবন্ধের জন্য আমি মূল্যায়ন করেছিলাম, তাই নির্বাচিত নিবন্ধস্তরে উন্নীত করতে এবার অন্য আরেকজন অবদানকারীর দৃষ্টির প্রত্যাশা করবো। এতে নিরপেক্ষতা সুনিশ্চিত হবে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৯:৪৬, ৮ এপ্রিল ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
চর্যাপদ নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ মর্যাদা দেওয়ার পক্ষে সুপারিশ করছি৤- ফয়জুল লতিফ চৗধুরী৤ (টিলডা খুঁজে পাওয়া যাচ্ছনা!)
প্রায় ৪ বছর ধরে মতামতের জন্য এটা এখানে পড়ে আছে। এর মাঝে ব্যবহারকারীরা একে নির্বাচিত নিবন্ধ হিসেবে যুক্ত করার জন্য সমর্থন জানিয়েছেন। তবে আমি এই নিবন্ধটি পুরোপুরি পড়েছি এবং ১-২ টি ভুল পেয়েছিলাম এবং তা ঠিক করে দিয়েছি। তাই আমার মনে হয় না এটার আর এভাবে পরে থাকার দরকার আছে। নির্বাচিত নিবন্ধ হওয়ার জন্য যে ৭ টি শর্ত পূরণ করা লাগে তাঁর সব কয়টি-ই এই নিবন্ধে রয়েছে। তাই এই নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ হিসেবে উন্নীত   করা হয়েছে। --প্রত্যয় (স্বাগতম) ১৪:১৩, ৫ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]