উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Rajibul Hasan
- নিচের আলোচনাটি প্রশাসকত্বের একটি সফল আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
রাজীবুল হাসান বহুদিন ধরে উইকিপিডিয়াতে অবদান রেখে আসছেন। বিভিন্ন ক্ষেত্রে নিবন্ধের মানোন্নয়ন, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অনেক নিবন্ধ শুরু করা সহ তাঁর অনেক কৃতিত্ব রয়েছে। আমি বাংলা উইকিপিডিয়ার প্রশাসক পদে রাজিবুলকে নির্বাচিত করার প্রস্তাব রাখছি। --রাগিব (আলাপ | অবদান) ১৭:১৬, ৩০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- সমর্থন
- সমর্থন করছি। --রাগিব (আলাপ | অবদান) ১৭:১৬, ৩০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- সমর্থন করছি। --mak ১৭:৪১, ৩০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- সানন্দে সমর্থন করছি। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৭:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- রাজীব আমার ব্যক্তিগতভাবে পরিচিত। অবশ্যই সে বাংলাউইকির জন্য একজন মূল্যবান ব্যবহারকারী। আমি আশা করি প্রশাসক হলে নিয়মিত নেটে এবং উইকিতে আসার তার একটা তাগিদ থাকবে।--বেলায়েত ১৮:২০, ৩০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- সমর্থন করছি। মুনতাসির ১৯:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- জোরালো সমর্থন জানাচ্ছি। তার মত একজন দক্ষ ও অভিজ্ঞ উইকিপিডিয়ান - প্রশাসক হিসেবে অত্যন্ত মূল্যবান ও সুযোগ্য। --Amr ২০:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- বিরোধিতা
- নিরপেক্ষ