উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Aishik Rehman
- নিচের আলোচনাটি প্রশাসকত্বের একটি প্রত্যাহারকৃত আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
- মনোনিত প্রার্থী আবেদন গ্ৰহণ না করায় প্রশাকত্বের আবেদন প্রত্যাহারকৃত হিসাবে সমাপ্ত (অ-ব্যুরোক্র্যাট কর্তৃক বন্ধকরণ) — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৩:২৭, ২৬ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
Aishik Rehman
প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম | |
---|---|
সম্পাদনা সংখ্যা | |
নিবন্ধ তৈরি করেছেন | |
সম্পাদনা সারাংশ ব্যবহার | |
মাস অনুসারে | |
বৈশ্বিক অবদান | |
বৈশ্বিক তথ্য |
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (০/০/০); শেষ হবে: ২৭ আগস্ট ২০২২ ০৫:০৪ (ইউটিসি)
মনোনয়ন
আমি নোমান, এখনে ঐশিক ভাইকে প্রশাসক হওয়ার মনোনয়ন দিচ্ছি। বাংলা উইকপিডিয়াতে সেচ্ছাসেবীর সংখ্যা কম। ঐশিক ভাই বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত অবদানকারী। তিনি প্রতিনিয়ত বাংলাকে সমৃদ্ধ করে চলেছে। বাংলা উইকপিডিয়াতে তার রোলব্যাকার, নিরীক্ষক,আইপি বাধামুক্ত, ফাইল স্থানান্তরের অধিকার রয়েছে। শুধু তাই না, তিনি বাংলা উইকিঅভিধানের ইন্টারফেস প্রশাসক ও প্রশাসক। উইকিবইয়ে তার ইন্টারফেস প্রশাসক সহ অন্যান্য অধিকার রয়েছে।এসহ বিভিন্ন উইকিতে তার অধিকার গণনা করতেই বেগ পেতে হয়। এগুলো বলার কারণ তিনি প্রশাসক সরঞ্জাম ব্যবহারে দক্ষ। তিনি বাংলা উইকিতে প্রশাসক হিসেবে আসলে বাংলা উইকিতে একজন নতুন সক্রিয় প্রশাসক যুক্ত হবে। তাই ঐশিক ভাইকে মনোনয়ন গ্রহণের আহ্বান করছি। ~ নোমান (📨আলাপ│📝অবদান) ০৫:০৪, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
মনোনিত প্রার্থীর প্রতিক্রিয়া
@MdaNoman: তোমার আস্থাবাচক সদিচ্ছাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু নানান কারণে বলতে বাধ্য হচ্ছি যে উইকিপিডিয়ার প্রশাসনিক দায়িত্ব নিতে আমি এই মুহূর্তে পুরোপুরি প্রস্তুত নই। প্রথমত আমি বর্তমানে উইকিঅভিধান নিয়ে একটু অতিরিক্ত ব্যস্ত আছি। বিশেষ করে ইন্টারফেস ডেভেলপমেন্ট নিয়ে। পাশাপাশি অফ-উইকিতে অভিধানের ডাটাবেজ তৈরিতে কাজ করতে প্রচুর সময় দিতে হচ্ছে। সঙ্গে আছে উইকিবইয়ের টুকিটাকি কাজ। এরপর আগামী দুতিন মাস ব্যস্ত থাকতে হবে কিছু স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ের নিবন্ধ প্রতিযোগিতা এবং এডিটাথন নিয়ে। এই সময়ের মধ্যে আবার আরও একটি দায়িত্ব কাঁধে নেয়া আমার জন্য সমীচীন হবে বলে মনে হচ্ছে না, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অদূর বা সুদূর ভবিষ্যতে ব্যস্ত সময়গুলো পার করার পর এই দায়িত্ব কাঁধে নিতে সমস্যা হবে না, ধন্যবাদ। Aishik Rehman (আলাপ) - ১৩:০০, ২৬ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আবেদনকারীর প্রতি প্রশ্ন
প্রিয় প্রার্থী, আবেদনের জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে নিচের মৌলিক প্রশ্নগুলির উত্তর দিন:
- ১. আপনি কি প্রকারের ও কেন প্রশাসকত্বের কাজ করতে আগ্রহী?
- উ:
- ২. বাংলা উইকিপিডিয়াতে আপনার সর্বশ্রেষ্ঠ অবদান কি এবং কেন?
- উ: