উইকিপিডিয়া:কীভাবে পাতায় উইকিসংযোগ যোগ করবেন?
- প্রতিটি চিত্রের বিস্তারিত চিত্রের ওপরে প্রদান করা হয়েছে; চিত্রগুলো উচ্চ রেজোলিউশনে দেখতে চিত্রের ওপর ক্লিক করুন।
- এই টিউটোরিয়াল সম্পর্কিত নির্বাচিত প্রশ্নগুলোর উত্তর দেখতে নির্বাচিত প্রশ্নোত্তরের পরিচ্ছেদ দেখুন।
- এই টিউটোরিয়াল সম্পর্কিত কোনো মতামত দিতে বা প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।
২ | এবার সম্পাদনা মোডে আসার পর যে শব্দটিতে উইকিসংযোগ যোগ করতে চান, সেটিতে ক্লিক করুন। যেমন এখানে আমরা ‘সুইচ’ শব্দটি থেকে ‘সুইচ’ নিবন্ধে লিংক দিতে চেয়েছি। তাই প্রথমেই আমরা সুইচ শব্দটি মাউস পয়েন্টার দিয়ে নির্বাচন করেছি (নিচের চিত্র দেখুন) এবং শব্দটি নির্বাচন করার অবস্থায় এবার আমরা সম্পাদনা প্যানেল থেকে (শিকলের মতো দেখতে) সংযোগ আইকনে ক্লিক করেছি (চিত্রের ৩ নং ধাপে হলুদ রংয়ে চিহ্নিত অংশটি দেখুন)। |
৪ | এবার আমরা আরেকটি সংযোগ যোগ করার জন্য ‘বৈদ্যুতিক’ শব্দটি বেছে নিলাম। নিচের চিত্র অনুসরণ করে পূর্বের ধাপগুলো অনুসরণ করে পপ-আপ স্ক্রিনে আসুন। এবার ‘বৈদ্যুতিক’ শব্দটি আমরা প্রদর্শন করতে চাই, কিন্তু লিংক দিতে চাই ‘বিদ্যুৎ’ নিবন্ধে, তাই শুধুমাত্র পপ-আপ স্ক্রিনের ‘পাতার শিরোনাম’ অংশের লেখাটি আমরা পরিবর্তন করে ‘বিদ্যুৎ’ করে দিলাম। এবং ‘লিংক যোগ করো’ বাটনে ক্লিক করলাম। এখন আমরা লিংকটি আগের মতোই বর্গাকার বন্ধনীর মধ্যে ([[ ]] ) দেখছি কিন্তু ‘বিদ্যুৎ’ ও ‘বৈদ্যুতিক’ শব্দের মাঝে একটি পাইপ চিহ্ন (| ) দেখতে পাচ্ছি যা অনেকটা এরকম — [[বিদ্যুৎ|বৈদ্যুতিক]] । আর এভাবেই পাতার শিরোনাম পরিবর্তন করে উইকিপিডিয়ায় উইকিসংযোগ দিতে হয়!
|
পূর্বের টিউটোরিয়াল: কীভাবে লেখা গাঢ় বা বোল্ড করবেন? |
পরবর্তী টিউটোরিয়াল: কীভাবে নিবন্ধে তথ্যসূত্র যোগ করবেন? |