উইকিপিডিয়া:উইকিপ্রকল্প নারীবাদ

স্বাগতম! সম্পাদনা

উইকিপ্রকল্প নারীবাদ! পাতায় স্বাগতম। এই প্রকল্প পাতার মূল উদ্দেশ্য হল উইকিপিডিয়ায় নারীবাদ বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়নে কাজ করা। উইকিপ্রকল্প নারী পাতা সকল নারী-পুরুষ নির্বিশেষে সকলকে একত্রে উইকিপিডিয়ায় নারী বিষয়ক বিষয়বস্তুসমূহ নিয়ে আলোচনা ও তা নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমরা আপনাকে এই প্রকল্পে কাজ করার জন্য স্বাগতম জানাচ্ছি।

 
২০১৩ নারী শিল্পকলা এডিটাথনে অংশগ্রহণকারীগণ, ওয়াশিংটন ডিসি।

ভূমিকা সম্পাদনা

এই প্রকল্পে নারীবাদ সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরার প্রয়াস থাকবে। নারিবাদী তাত্ত্বিক, লেখক, নারীবাদের দার্শনিক ভিত্তি নিয়ে নিবন্ধ রচনা করাই এই প্রকল্পের উদ্দেশ্য।

যুক্ত হোন সম্পাদনা

আপনি যা করতে পারেন,

লেখনী সম্পাদনা

যারা লিখতে পছন্দ করেন, তারা নতুন নিবন্ধ শুরু, নিবন্ধ সম্প্রসারণ ও নিবন্ধের মানোন্নয়নে কাজ করতে পারেন।

লেখনী-ব্যতীত সম্পাদনা

লেখনী ব্যতীত আপনি বিভিন্ন নিবন্ধে "ট্যাগ" যুক্ত করতে পারেন, নিবন্ধ মূল্যায়ন করে আলাপ পাতায় গুণমান যোগ করতে পারেন, বিষয়শ্রেণীকরণ করতে পারেন, কিংবা নির্ভরযোগ্য তথ্যসূত্র যোগ করতে পারেন।

প্রশ্ন? সম্পাদনা

যদি সম্পাদনা নিয়ে আপনার কোন প্রশ্ন থেকে থাকে, তবে সংশ্লিষ্ট আলাপ পাতায় বার্তা দিতে পারেন।

প্রকল্পের সংগঠন সম্পাদনা

সদস্য সম্পাদনা

বিষয়শ্রেণী সম্পাদনা

টেম্পলেট সম্পাদনা

  • নারীবাদ প্রকল্পএই ব্যবহারকারী উইকিপিডিয়া নারীবাদ প্রকল্পের অংশগ্রহণকারী।