উইকিপিডিয়া:আবশ্যকীয় নিবন্ধ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ

আবশ্যকীয় নিবন্ধগুলির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্রকল্প পাতাতে আপনাকে স্বাগতম।

এই প্রকল্পের লক্ষ্য বাংলা উইকিপিডিয়ার জন্য আবশ্যকীয় নিবন্ধগুলি সৃষ্টি, উন্নয়ন ও সর্বোচ্চ মানে আনয়ন করা এবং পরবর্তীতে সার্বক্ষণিকভাবে এগুলির মান নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করা।

ইতিমধ্যেই উইকিপিডিয়া:আবশ্যকীয় নিবন্ধ নামক প্রকল্প পাতাতে এরকম প্রায় দশ হাজার বিষয় চিহ্নিত করা হয়েছে। বাংলা উইকিপিডিয়াকে একটি যথোপযুক্ত উন্নত মানের বিশ্বকোষের মর্যাদা পেতে হলে অন্ততপক্ষে এইসব বিষয়ের উপর অত্যন্ত উচ্চমানের, সুলিখিত, পূর্ণাঙ্গ নিবন্ধ থাকা প্রয়োজন।

  1. Zaheen (যোগদানের তারিখ: ১৮ এপ্রিল ২০১৭)
  2. নাহিদ (যোগদানের তারিখ: ১৮ এপ্রিল ২০১৭)
  3. Jayantanth (যোগদানের তারিখ: ১৯ এপ্রিল ২০১৭)
  4. ওয়াকিম (যোগদানের তারিখ: ১৯ এপ্রিল ২০১৭)
  5. কায়সার আহমাদ (যোগদানের তারিখ: ২০ এপ্রিল ২০১৭)
  6. তানভির (যোগদানের তারিখ: ২০ এপ্রিল ২০১৭)
  7. ফেরদৌস (যোগদানের তারিখ: ২১ এপ্রিল ২০১৭)
  8. আশিক শাওন (যোগদানের তারিখ: ১৮ মে ২০১৭)
  9. রেজওয়ান (যোগদানের তারিখ: ৫ জুন ২০১৭)
  10. SHAH (যোগদানের তারিখ: ১২ জুন ২০২০)
  11. মিসবাহুল হক (আলাপ) ০৯:০৪, ১২ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

স্বল্প-মেয়াদী লক্ষ্য সম্পাদনা

প্রথম স্তরের ১০টি নিবন্ধকে নির্বাচিত নিবন্ধ মানে উন্নয়ন করা।

লক্ষ্য অর্জনের শেষ সময়সীমা: ঠিক করতে হবে।

মূল্যায়ন সম্পাদনা

নিবন্ধের শিরোনাম বর্তমান অবস্থা পরবর্তী কর্মধাপ
পৃথিবী
জীবন
মানুষ
বিশ্বের ইতিহাস
সংস্কৃতি
ভাষা
শিল্পকলা
বিজ্ঞান
প্রযুক্তি
গণিত

বর্তমান উন্নয়নাধীন নিবন্ধ সম্পাদনা

পৃথিবী সম্পাদনা

উন্নয়নকাল: ৫ দিন

(সংশোধিত) শেষ সময়সীমা: ২৫ এপ্রিল, ২০১৭

কর্মতালিকা
কাজ শেষ হয়েছে?
১) রচনার কাঁচামাল
ক) ইংরেজি উইকি থেকে অনুবাদকরণ
খ) তথ্যসূত্র যোগ
গ) লাল সংযোগ নীল করা; সংযোগকারী নিবন্ধগুলি বানানো (অন্তত ২ অনুচ্ছেদবিশিষ্ট)
২) সঠিকতা বিধান (প্রথমবার)
ক) বাংলা ব্যাকরণের ভুলত্রুটি ও বানান সংশোধন করা
খ) বাংলা প্রতিবর্ণীকরণগুলি ঠিক করা
গ) বাংলা পরিভাষাগুলিকে অগ্রাধিকার দেয়া
ঘ) বাংলা ভাষারীতি অনুযায়ী ভাষা ঠিক করা
৩) রচনাশৈলী উন্নয়ন
ক) অনুচ্ছেদগুলির (প্যারাগ্রাফ) গঠন সুসংহত করা
(একেকটি অনুচ্ছেদে একটিমাত্র মূল বিষয় নিয়ে আলোচনা হবে)
খ) অনুচ্ছেদগুলির ভাষা সাবলীল করা (অপ্রয়োজনীয় শব্দ বাদ দেওয়া, ইত্যাদি)
গ) আন্তঃঅনুচ্ছেদ সংযোগগুলি (inter-paragraph transition) আরও সাবলীল, প্রবহমান করা।
২) সঠিকতা বিধান (দ্বিতীয়বার)
৪) গাঠনিক উন্নতিসাধন
ক) ভূমিকা পরিচ্ছেদটি সারাংশমূলক করা, ভাষা সহজবোধ্য করা
খ) নিবন্ধের শেষে ইংরেজি-বাংলা পারিভাষিক নির্ঘণ্ট যোগ করা
গ) যথেষ্ট পরিমাণ আকর্ষণীয় চিত্র, লেখচিত্র, ইত্যাদি যোগ করা
২) সঠিকতা বিধান (তৃতীয়বার)