উইকিপিডিয়া:আপনি জানেন কি/ভুক্তি সেট/১১
- ...আলাই দরওয়াজা হল প্রথম ভারতীয় স্থাপনা যাতে ইসলামী স্থাপত্যরীতি ও অলঙ্করণ ব্যবহৃত হয়েছে?
- ...অন্তরঙ্গ সম্পর্কের খাতিরে মহাত্মা গান্ধীকে "মিকি মাউস" বলে ডাকতেন সরোজিনী নাইডু?
- ...বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাঙালি জাতি সম্পর্কে গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন "বাঙালি আজ যা ভাবে, ভারত ভাবে আগামীকাল"?
- ...আবদুল্লাহ আল রাকিব ২০০৭ সালের ২৫শে সেপ্টেম্বর চতুর্থ বাংলাদেশী হিসেবে দাবা খেলার ফিদে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন?
- ...শূন্য একটি জোড় সংখ্যা?
- ...সুব্রত মুখার্জী, যিনি ভারতীয় বিমানবাহিনীর প্রথম চিফ অব দ্য এয়ার স্টাফ, জাপানের একটি রেস্তোরাঁয় খাবারের টুকরা গলায় আটকে যাওয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন?