উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৯/ব্যাঘ্র প্রকল্প/নিয়মাবলী
ব্যাঘ্র প্রকল্প ২.০ - এডিটাথন
প্রধান পাতা | নিয়মাবলী | অংশগ্রহণ | পুরস্কার | প্রবন্ধ তালিকা |
নিয়মাবলী
সম্পাদনাসংক্ষেপেঃ বিষয় প্রদত্ত তালিকা থেকে সূত্র সহ নিবন্ধ তৈরি বা প্রসারিত করুন। ক্ষুদ্রতম ৬০০০ বাইট এবং ৩০০ টি শব্দ(যে নিবন্ধ ৯০০০ বাইটের কম এবং ৬০০০ বাইটের বেশী, সেটি সম্পূর্ণ অনুবাদ করতে হবে এবং ৩০০ টি শব্দ হতে হবে); ১০ অক্টোবর-১০ জানুয়ারি ২০২০ এর মধ্যে।
- ১০ অক্টোবর ২০১৯ থেকে ১০ জানুয়ারি ২০২০ পর্যন্ত এই সময়ের মধ্যে তৈরি/সম্প্রসারিত নিবন্ধগুলোই কেবল পর্যালোচনার জন্য জমা দিতে পারবেন।
- অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ তৈরী করবেন না। নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে তালিকা থেকে অনুবাদ করার সময় দেখে নিন কমপক্ষে তিন/চার প্যারা যা অন্তত ৬০০০ বাইট ও ৩০০ শব্দ যুক্ত করা যাচ্ছে।
- তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরী করবেন না। ইংরেজি উইকিপিডিয়ার তথ্যসূত্রগুলোই নিবন্ধ তৈরির সময় যুক্ত করে দিতে পারেন।
- যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ-এর মতো অনুবাদ কোনক্রমেই গ্রহণযোগ্য নয়।
- সম্পাদনা দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না।
- প্রবন্ধ তালিকা থেকে পূর্বে তৈরি হয়নি এমন যেকোনো নিবন্ধই অনুবাদ করতে পারেন। প্রথমে তালিকাতে প্রবেশ করুন ও সংশ্লিষ্ট তালিকার ‘‘বাংলা নাম’’ অংশ থেকে লাল লিংক যুক্ত যে-কোনো নিবন্ধ বেছে নিয়ে তৈরি করতে পারবেন। আপনি যে নিবন্ধটি অনুবাদে ইচ্ছুক সেই নিবন্ধটি যাতে অন্য কেউ অনুবাদ না করতে পারেন সেজন্য আপনি প্রথমে নিবন্ধের দুই/তিন প্যারা অনুবাদ করে নিবন্ধটি তৈরি করে নিতে পারেন। অসম্পূর্ণ নিবন্ধের সবার উপর
{{টেমপ্লেট:কাজ চলছে/ব্যাঘ্র প্রকল্প এডিটাথন}}
কোডটি কপি করে বসিয়ে দিন। এরপর তৈরি হওয়া নিবন্ধে আপনার সময় অনুসারে অনুবাদ যুক্ত করে শেষ করতে পারেন। আপনার অবদানের শেষে নিবন্ধটির আলাপ পাতায় গিয়ে অনুগ্রহপূর্বক{{টেমপ্লেট:ব্যাঘ্র প্রকল্প ২০১৯}}
এই টেমপ্লেটটি যোগ করে দিন এবং মূল পাতার{{টেমপ্লেট:কাজ চলছে/ব্যাঘ্র প্রকল্প এডিটাথন}}
কোডটি সরিয়ে ফেলুন।
- আপনি তালিকার অক্টোবরের পূর্বে লিখিত ছোট কোন নিবন্ধ, মূল পাতায়
{{টেমপ্লেট:কাজ চলছে/ব্যাঘ্র প্রকল্প এডিটাথন}}
কোডটি লিখে সম্প্রসারণ করতে পারেন। কমপক্ষে ৯০০০ বাইট ও ৩০০ শব্দ যুক্ত/সম্প্রসারণ করে জমা দিন। জমা দেবার সময়, মূল পাতার{{টেমপ্লেট:কাজ চলছে/ব্যাঘ্র প্রকল্প এডিটাথন}}
কোডটি সরিয়ে ফেলুন এবং নিবন্ধটির আলাপ পাতায় গিয়ে অনুগ্রহপূর্বক{{টেমপ্লেট:ব্যাঘ্র প্রকল্প ২০১৯|সম্প্রসারিত=হ্যাঁ}}
এই টেমপ্লেটটি যোগ করে দিন। - প্রত্যেক ব্যবহারকারী যতো খুশি নিবন্ধ তৈরি করতে পারবেন।
- প্রথমে নিচের নিবন্ধন করুন অনুচ্ছেদে আপনার নাম যুক্ত করুন এবং নিবন্ধ অনুবাদ শেষ হলে পর্যালোচনার জন্য নিচের নিবন্ধ জমা দিন অনুচ্ছেদে নিবন্ধটি আপনার স্বাক্ষরসহ যুক্ত করুন।
আরো বিস্তৃত পয়েন্টগুলি।
|
---|
|