উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৭/নীতিমালা অনুবাদ/ভূমিকা

বাংলা উইকিপিডিয়ার নীতিমালা অনুবাদ সংক্রান্ত এডিটাথন
অফলাইন সম্পাদনাসভায় উইকিপিডিয়ানরা নিবন্ধ লিখছেন!
Colored dice with white background
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সে

বাংলা উইকিপিডিয়ার নীতিমালাগুলি অনুবাদ করার জন্য ২০১৭ সালের ১৫ই অক্টোবর থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত ১৫ দিন ধরে এই অনলাইন এডিটাথনের আয়োজন করা হচ্ছে। যেকোন সমস্যা বা আলোচনায় এখানেও বার্তা রাখতে পারেন।

প্রাথমিক উদ্দেশ্য

উইকিপিডিয়া:দ্রুত অপসারণের জন্য বিচারধারাউইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা সম্পূর্ণরূপে অনুবাদ করা। প্রাথমিক উদ্দেশ্য পূরণের পর নিন্মোক্ত পাতাগুলি অনুবাদ করতে বিবেচনা করুন:

বা এই তালিকা থেকে আপনার খুশিমত পাতা বাছাই করে অনুবাদ করুন।

নিয়মাবলী
  1. একজনকে সম্পূর্ণ নীতিমালার পাতা অনুবাদ করতে হবে না।
  2. প্রাথমিক উদ্দেশ্য অনুসারে উইকিপিডিয়া:দ্রুত অপসারণের জন্য বিচারধারা অথবা উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা পাতার কোন অংশটুকু (কোন অনুচ্ছেদ/কোন লাইন থেকে কোন লাইন পর্যন্ত) আপনি অনুবাদ করতে চান তা এখানে জানাতে হবে (এতে একই লাইনের অনুবাদ দুইজন কর্তৃক দুইবার হবার সম্ভাবনা থাকবে না)।
  3. কোন লাইনে থাকা কোন শব্দের অর্থ না জানলে, লাইনটি অনুবাদ করুন কিন্তু শব্দটির অনুবাদ করতে হবে না।
  4. উক্ত দুটি পাতার অনুবাদ সম্পূর্ণ হলেই কেবল এই তালিকা থেকে খুশিমত অনুবাদ করা যাবে।
পুরস্কার
  • অনুবাদে অংশগ্রহণকারী সকলকে একটি উইকিপদক দেয়া হবে।
  • সমৃদ্ধ ও মান সম্পন্ন অনুবাদকারীদের মধ্যে যারা বেশি অনুবাদ করবেন তাদের অনুবাদ পর্যালোচনা করে ‘উইকিপিডিয়া রিস্টব্যান্ড’ প্রদান করা হবে।