উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/রোলব্যাক/২০২৪

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি প্রায় ২ বছর জাবেদ উইকিপেডিয়াতে কাজ করতেছি, এবং আরো অনেক কাজ করতে চাই Prasenjeet063 (আলাপ) ১৪:২৪, ১৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি উইকিপিডিয়ায় 'কাজ' করতে কোনো বিশেষ অধিকারের প্রয়োজন হয়না। Yahya (আলাপ) ১৪:৩৬, ১৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

উইকিপিডিয়া ধ্বংস রোধ করতে আমি এই দায়িত্বটি নিতে ইচ্ছুক 𝐒𝐢𝐚𝐦 (আলাপ) ১১:০৩, ১৭ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি আপনি এখন পর্যন্ত মাত্র একবার পূর্বাবস্থায় ফেরত বাটনটি ব্যবহার করেছেন। অনুগ্রহ নিয়মিত সাম্প্রতিক পরিবর্তনে ধ্বংসপ্রবণতা বাতিলের কাজ করে পরবর্তীতে আবার আবেদন করুন। Yahya (আলাপ) ১১:৪৩, ১৭ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    প্রত্যাহার

আমি উইকিপিডিয়ার একজন নিয়মিত সম্পাদক এবং আমি নিয়মিত উইকিপিডিয়াতে অবদান রাখি। আমি মূলত উইকিপিডিয়াতে টহলদারি এবং বিভিন্ন টেমপ্লেট বিষয়ক কাজ করে থাকি। আমি টুইঙ্কেল এবং পূর্বাবস্থায় ফেরত বোতামের মাধ্যমে রোলব্যাক করে থাকি কিন্তু, আমি রোলব্যাক অধিকারটির মাধ্যমে মিডিয়াউইকির নিজস্ব সরঞ্জামের সাহায্যে রোলব্যাক করতে চাচ্ছি। ধন্যবাদ R1F4Tআলাপ ১৪:১৯, ২২ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@R1F4T আপনি মাত্র ৬৪বার কোনো সম্পাদনা বাতিল করেছেন যার মাঝে ৩৬বার বাতিল করা সম্পাদনাগুলো আপনার নিজের করা। আপনি কী মনে করেন আপনার এই অভিজ্ঞতা রোলব্যাকার হওয়ার জন্য যথেষ্ঠ? মনে হলে কেনো? —শাকিল (আলাপ · অবদান) ১৪:৪৫, ২২ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil আমার আরও অবদান রাখা দরকার। আবেদন প্রত্যাহার করছি। আর আমি কিভাবে এই পরিসংখ্যান টা জানতে পারব জানালে ভালো হয়। R1F4Tআলাপ ১৪:৪৭, ২২ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@R1F4T উপরে আমার দেওয়া লিংক থেকে বাতিল করা সম্পাদনাগুলো দেখতে পাবেন, তাছাড়া এই কোয়েরি থেকেও সংখ্যা জানতে পারবেন। —শাকিল (আলাপ · অবদান) ১৪:৫৩, ২২ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
আবেদন প্রত্যাহার করেছি। R1F4Tআলাপ ১৫:০৪, ২২ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

টহলঘর থেকে সাম্প্রতিক পরিবর্তনগুলো লক্ষ করি। কিছু আইপি বা নতুন একাউন্ট থেকে ধ্বংসপ্রবণ সম্পাদনা করে। এক্ষেত্রে দেখা যায় একটানা কয়েকটি সম্পাদনা করে। দেখা যায় টানা ৪-৫টি সম্পাদনার মধ্যে ৩নাম্বার সম্পাদনাটি রাখার যোগ্য কিন্তু বাকিগুলো বাতিল করতে হবে। সেক্ষেত্রে সেটি করার সুযোগ পাই না। সর্বশেষ স্টেইবল সম্পাদনায় রিস্টোর করি। রোলব্যাক অধিকার থাকলে স্পেসিফিক সম্পাদনাগুলো বাতিল করতে পারতাম। আর ধ্বংসপ্রবণতা সম্পর্কে অবগত আছি, এবং সম্পাদনা বাতিল করা সম্পর্কে যথেষ্ট সচেতনভাবে কাজ করি। তাই রোলব্যাক অধিকারের কোনো অপপ্রয়োগ হবে না বলে নিশ্চয়তা দিতে পারি। ইমদাদ তাফছীর (আলাপ) ১২:৪৩, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  •   মন্তব্য: আপনার তথ্যের জন্য: রোলব্যাক অধিকারে স্পেসিফিক সম্পাদনাগুলো বাতিল করান কোনো সুবিধা নেই। এটি সর্বশেষ সম্পাদকের সবগুলো সম্পাদনা বাতিল করবে।
TANBIRUZZAMAN (💬) ১২:৫৯, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ। ইমদাদ তাফছীর (আলাপ) ১৩:০৬, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
এক্ষেত্রে স্প্যামিং করা সব সম্পাদনাগুলো এক ক্লিকে বাতিল করতে রোলব্যাক অধিকার সহায়তা করবে বলে মনে করি। ইমদাদ তাফছীর (আলাপ) ১৩:১৯, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি, টুপি সংগ্রহের প্রচেষ্ঠা। —শাকিল (আলাপ · অবদান) ১৩:৫৯, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

যে কারণে আপনি এই অধিকার পেতে ইচ্ছুক খুলনা সহ বাংলাদেশের অনেক উইকিপিডিয়া পেজে আমি এডিট করে আরো নতুন তথ্য সংযোগ করেছি।এটা আমার অনেকটা শখের মত।আমার খুব ভালো লাগে তথ্য যোগ করে মানুষের কাছে উইকিপিডিয়াতে উল্লেখ্য এলাকা সহ যাবতীয় জিনিসের বিস্তারিত আপডেট তথ্য সবার কাছে জানাতে। সত্যি বলতে অনেক সময় দেখা যায় অনেকেই নিজের মন মত সেকেলে তথ্যে ভরপুর একটা পাতা সংস্করণ করে দেয়,যার কারণে অনেক উইকি পাতায় দেওয়া এলাকা ও জিনিস সম্পর্কে মানুষ আপডেট তথ্য পায় না,ভালো করে জানতে পারে না,বঞ্চিত হয় আসল তথ্য থেকে।এছাড়া উইকিতে উল্লেখ্য উক্ত এলাকার সম্পর্কেও একটা নেগেটিভ ধারণা জন্ম নেয় সঠিক তথ্য না দেওয়ার কারণে।

এই দিকটা প্রতিরোধের জন্যই আর আমার ভালো লাগা থেকেই মূলত উইকির পরীক্ষক হওয়ার ইচ্ছা আমার Milham12 (আলাপ) ১০:৫০, ৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি তথ্য হালনাগাদ করার জন্য এই অধিকারের প্রয়োজন নেই, সংশ্লিষ্ট পাতাটি সম্পাদনা করে হালনাগাদ করুন। --—শাকিল (আলাপ · অবদান) ১০:৪২, ৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil, আবেদনটি ব্যর্থ হওয়ার পরও অনুরোধের অবস্থায় 'প্রক্রিয়াধীন' লেখা রয়েছে! হালনাগাদ করুন। Ahmed Reza Khan (আলাপ) ১০:০৭, ১২ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

কোনো নিবন্ধে অন্য ব্যবহারকারীর ইচ্ছাকৃত একাধিকবার তথ্য বিকৃত করলে তা পূর্ব অবস্থায় ফেরত আনতে, আমার হাতে লিখে লিখে সংশোধন করতে হয়। যা প্রচুর কষ্টসাধ্য। আমি মনে করি আমার সম্পাদনা সহজতর করতে এই অধিকারটি ব্যাপক সহজতর করে দিবে। ধন্যবাদ। ❯❯❯ ধর্মাবতার  «আলাপ» ১১:৪৬, ১০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  মন্তব্য: @Syedsadi387681, রোলব্যাক অধিকার না থাকলে একটি পাতায় কারো একাধিক সম্পাদনা বাতিল করা যাবে না এমন নয়। আপনি টুইংকল ব্যবহার করে একটি পাতায় একজনের সর্বশেষ করা একাধিক সম্পাদনা বাতিল করতে পারেন। Ahmed Reza Khan (আলাপ) ১৫:৫৬, ২৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Ahmed Reza Khan সেটা কিভাবে? এটা কী মোবাইল সংস্করণে ব্যবহার করা সম্ভব? ❯❯❯ ধর্মাবতার  «আলাপ» ২৩:৩৯, ২৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
মোবাইলে গ্যাজেটটা ব্যবহার করতে হলে ডেস্কটপ সাইট-এ করতে হয়। তার পরিবর্তে এই স্ক্রিপ্টটা ব্যবহার করতে পারেন। নীল নন্দী ০০:৫৩, ২৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Nil Nandy আমার তেমন কার্যকরী সমাধান হলো বলে মনে হচ্ছে না। গেজেটটি ঠিক মতো কাজ করছে না মনে হচ্ছে। ❯❯❯ ধর্মাবতার  «আলাপ» ১৫:১১, ২৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Syedsadi387681 আপনি স্ক্রিপ্টটি ঠিকভাবে ইনস্টল করতে পারেন নি। ব্যবহারকারী:Syedsadi387681/minerva.js পাতায় গিয়ে mw.loader.load('//bn.wikipedia.org/w/index.php?title=ব্যবহারকারী:Yahya/TwinkleMobile.js&action=raw&ctype=text/javascript'); লিখে সংরক্ষণ করুন। আর আপনার আবেদনের ব্যাপারে আমি পরে মন্তব্য করবো। -- Yahya (আলাপ | অবদান) ২০:০০, ২৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya ভাই এখন স্ক্রিপ্টটি ঠিকঠাক কাজ করছে। ধন্যবাদ আপনাকে। :) ❯❯❯ ধর্মাবতার  «আলাপ» ০৮:১০, ২৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya শুভেচ্ছা নিবেন ভাই। আমি মোটামুটি একটি সমাধান পেয়ে গেছি। আমার মনে হয় আবেদনটিরও একটা সমাধানএ চলে আসা উচিত। আবেদনটির করার বেশ অনেকদিন হয়ে গেছে। :) ❯❯❯ ধর্মাবতার  «আলাপ» ১৬:৪৬, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়নি, আমার কুয়েরি রেজাল্ট বলছে আপনি মোট ৪১ টি সম্পাদনা পূর্বাবস্থায় নিয়েছেন, যার মধ্যে ২০২৪ সালে নিয়েছেন মাত্র ১০-১২টি। এই পরিসংখ্যান আপনার রোলব্যাক অধিকারের প্রয়োজনীয়তা প্রমাণ করছে না। অনুগ্রহ করে ধ্বংসপ্রবণতা বিরোধী কাজে কিছুদিন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আবার আবেদন করুন। -- Yahya (আলাপ | অবদান) ১৭:১৫, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]


  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

বর্তমানে আমি একজন স্বয়ংক্রিয় পরীক্ষক , আমার নিবন্ধের সংখ্যা ৬৮২ টি [১] অনেকদিন কাজ করছি কিন্তু কোন অধিকার আবেদন করিনি, যদি আমায় রোলব্যাক এর অধিকার দেওয়া যায় তাহলে আরও ভালোভাবে কাজ করা যায় এবং আরও ভালোভাবে পর্যালাচনা করা যায় । Tarunsamanta (আলাপ) ০৮:৫৯, ২৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি। ধ্বংসাত্মক সম্পাদনা রোধে টহল দেওয়ার মতো কাজ যারা করেন শুধুমাত্র তাদেরকেই রোলব্যাক অধিকার দেওয়া হয়। আপনি এখন পর্যন্ত প্রায় দশবারের কম কারোর সম্পাদনা বাতিল করেছেন, স্পষ্টতই এই মুহূর্তে আপনার অধিকারের প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। এই অধিকার আপনাকে অবদান রাখা ও পর্যালোচনা করায় কোনো সহায়তা করবে না। —শাকিল (আলাপ · অবদান) ০৯:১৮, ২৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]