উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/রোলব্যাক/২০২৩

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

দীর্ঘ সময় ধরে বাংলা উইকিপিডিয়ায় অবদান রেখে চলেছি তথা নিজের সম্পাদনার মধ্য দিয়ে সাধ্য মতো বাংলা উইকির উন্নয়নে সাহায্য করেছি। বিগত মোটামুটি নয় বছরে সহ-সম্পাদকগণকে খুব একটা নারাজ হওয়ার সুযোগ প্রদান করিনি। আমি এমনিই মাঝে মধ্যে বাংলা উইকিতে কে কী কাজ করছে, সাম্প্রতিক পরিবর্তনসমূহ দেখে বেড়াই। পশ্চাৎপসরকের অধিকারটি পেলে চেষ্টা করবো যথাসম্ভব এটির সদব্যবহার করে ধ্বংসপ্রবণতাকে আরো কার্যকরীভাবে রুখতে। Mouryan (আলাপ) ১৪:৪৪, ৩১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

  মন্তব্য @Mouryan শুভেচ্ছা নিবেন। আপনি বিশ্বস্ত ব্যবহারকারী এতে কোনো সন্দেহ নাই। উইকিপিডিয়া:রোলব্যাক পড়েছেন? আর এটিও নিশ্চিত হওয়া প্রয়োজন যে, আপনার অধিকারটি আসলে প্রয়োজন কিনা! আমি লক্ষ্য করলাম, এখন পর্যন্ত মাত্র ৯ বার পূর্বাবস্থায় ফেরত লিংকটি ব্যবহার করেছেন। প্রায় তিন বছর আগে ফাইল স্থানান্তরকারী অধিকার পেলেও ১ বার এটি ব্যবহার করেছেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৬:২৪, ৩১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়নি। উত্তর দেননি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি উইকিপিডিয়ায় যোগদান করি ২০২১ সালে। দীর্ঘ বিরতি দিয়ে আমি গত ১ মাস যাবৎ নিয়মিত উইকিপিডিয়ায় অবদান রাখতে শুরু করি। আমি নিবন্ধ সম্পাদনার কাজ করি এবং নতুন নতুন নিবন্ধ তৈরী করি। আমার করা কয়েকটি নিবন্ধ উল্লেখ যোগ্য বলে মনে হয় না বলে ডিলিট করা হয়েছে। এখনো আমার অনেকগুলো নিবন্ধ এক্টিভ রয়েছে। আমি রোলব্যাক এর নিয়মাবলী পড়েছি এবং এটির শর্তগুলো সাথে সম্মতি দিচ্ছি। আমি ইচ্ছায় ধ্বংসমূলক কাজ করলে তার জন্য জবাব দিতে বাধ্য থাকিব। আমার অনুরোধ গ্রহণ করার জন্য প্রশাসকদের একান্ত মর্জি কামনা করছি। Tanvir Hayder (আলাপ) ০১:৩২, ১৭ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি, যথেষ্ট অভিজ্ঞ নন। মোট সম্পাদনা ৫২১টি যেখানে পূর্বাবস্থায় ফেরত নিয়েছেন ৩টি সম্পাদনা। রিয়াজ (আলাপ) ০৭:২২, ১৭ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি দীর্ঘদিন ধরে উইকিপিডিয়ায় কাজ করছি। বাংলা/ইংরেজি/বিষ্ণুপ্রিয়া মনিপুরী (ভাষাতে) । তাই আমি উইকিপিডিয়া রোলব্যাক অধিকার পেতে ইচ্ছুক কারণ আমি এখন নিয়মিত টহল ও প্রদান করি এবং ধবংস প্রবণতা রোধ কল্পে কাজ করছি।আমি যাতে বেশি বেশি করে ধবংস প্রবণতা রোধ করতে পারি সেজন্য সম্মানিত প্রশাসক মহোদয়ের নিকট রোলব্যাক অধিকার পেতে বিনীত আবেদন করছি। মোঃ মোস্তাফিজুর রহমান কাইয়ুম (আলাপ) ১৬:৫৩, ৫ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি যথেষ্ট অভিজ্ঞ নন। আবেদনের পূর্বে অবশ্যই নীতিমালা পড়ে নিবেন। ধন্যবাদ। রিয়াজ (আলাপ) ১৭:৩২, ৫ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]