ঈস্ট
ঈস্ট বা খামি বা গাঁজ (ইংরেজি: Yeast) একপ্রকার এককোষী ছত্রাক। বেশির ভাগ ইস্ট উচ্চ শ্রেনীর অ্যাসকোমাইসিটিস এর অন্তর্ভুক্ত। প্রথম খামিরটি কয়েকশো মিলিয়ন বছর আগে উদ্ভূত হয়েছিল এবং বর্তমানে কমপক্ষে ১৫০০ প্রজাতির ঈস্ট পাওয়া যায় ।[১][২] এগুলো সমস্ত ছত্রাক প্রজাতির ১% বলে অনুমান করা হয়।
ঈস্ট | |
---|---|
![]() | |
Yeast of the species Saccharomyces cerevisiae | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
ক্ষেত্র: | সুকেন্দ্রিক |
জগৎ: | ছত্রাক |
Phyla and Subphyla | |
|
খামি এক ধরনের এককোষী মৃতজীবী ছত্রাক। এরা পাকা ফল, আখ, খেজুর, তাল ইত্যাদির মিষ্টি রসে জন্মায়। ঈস্ট সন্ধান প্রক্রিয়ায় ওই সব শর্করা জাতীয় খাদ্য গেঁজিয়ে অ্যালকোহল উৎপন্ন করে। অ্যালকোহল বিভিন্ন রকমের ঔষধ সংরক্ষণে ব্যবহার করা হয়।
ব্যবহার: ঈস্ট বা খামি থেকে ভিটামিন বি-কমপ্লেক্স ট্যাবলেট প্রস্তুত হয়। ঈস্ট থেকে প্রাপ্ত উৎসেচক বা এনজাইম বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। বেকারি শিল্পে ঈস্ট পাউরুটি, কেক প্রভৃতি খাবার তৈরি করার জন্যও ব্যবহার করা হয়।
তবে, আজকাল জেনেটিক্যালি মডিফায়েড ইষ্ট বেশি ব্যবহার হয়। তা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
পুষ্টিগুণসম্পাদনা
পুষ্টিগুণে পরিপূর্ণ ইস্টকে ডিএক্টিভেটেড ইস্ট হিসাবে বিক্রি করা হয়। এই ইস্টে ভিটামিন বি-১২ বিদ্যমান, যেটা আমাদের খাবারে খুব কমই থাকে। এটা উদ্ভিজ্জ প্রোটিনে ভরপুর। সাথে থাকে আয়রন। এতে কোন প্রকারে চিনি থাকে না। আর নিরামিষভোজী মানুষেরা পনিরের বিকল্প হিসাবে এটা গ্রহণ করে থাকেন।
আবাসস্থলসম্পাদনা
yeast এসকোসাইসিটিস শ্রেণীর ছত্রাক। এটি জৈব পদার্থ সমৃদ্ধ মাটি,পচনশীল, শাকসবজি, পাকা ফল, ফুলের মধু,শর্করা জাতীয় উদ্ভিদ ইত্যাদিতে প্রচুর পরিমানে Yeast জন্মে। এসব জৈব পদার্থের উপর Yeast মৃতজীবী হিসেবে জন্মে থাকে।
শ্রেনী বিন্যাসগত অবস্থানসম্পাদনা
বিভাগঃ Mycota
উপ-বিভাগঃ Eumycotona
শ্রণীঃAscomycetals
বর্গঃEndomycetales
পরিবারঃSaccharomycetaceae
গণঃSaccharomyces
বৃদ্ধিসম্পাদনা
ইস্ট এক প্রকার এককোষী ছত্রাক যেটি বংশ বিস্তার ঘটায় মুকুল বিকশিত অযৌন জননের মাধ্যমে।
== উৎপাদন ==এরা স্পর এর মাধ্যমে উৎপন্ন হয়।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Piškur, Jure; Compagno, Concetta (২০১৪-০৫-০৬)। Molecular Mechanisms in Yeast Carbon Metabolism (ইংরেজি ভাষায়)। Springer। আইএসবিএন 978-3-642-55013-3।
- ↑ Hoffman CS, Wood V, Fantes PA (অক্টোবর ২০১৫)। "An Ancient Yeast for Young Geneticists: A Primer on the Schizosaccharomyces pombe Model System"। Genetics (journal)। 201 (2): 403–23। ডিওআই:10.1534/genetics.115.181503। পিএমআইডি 26447128। পিএমসি 4596657 ।