সালামি

উপহার যা সাধারণত বড়রা ছোটদেরকে দিয়ে থাকেন
(ঈদি থেকে পুনর্নির্দেশিত)

সালামি বা ঈদি বা ঈদিয়া হল একটি উপহার বা বকশিশ। এটি ঈদুল ফিতরঈদুল আযহার সময় ঈদ উদযাপনের অংশ হিসাবে সাধারণত বড়রা ছোটদেরকে দিয়ে থাকেন।[১][২]

ইরানে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি শিশুদের সালামি দিচ্ছেন।

সালামির সর্বাধিক প্রচলিত প্রথা হল ছোটদেরকে উপহার হিসেবে টাকা দেয়া। ঈদের সময় ছোটরা বড়দের পায়ে ছুঁয়ে সালাম করলে বড়রা খুশি হয়ে ছোটদের টাকা দাওয়ার প্রথা আছে। ঈদের দিনের এই সালামির জন্য কচকচে নতুন নোট দেওয়ার প্রথা রয়েছে। যার কারনে ঈদের পূর্বে ব্যাংকগুলোতে অনেক ভীড় হয়। সালামি বা ঈদি জন্মদিনের উপহারের অনুরূপ।

এটি সাধারণত:

  • পরিবারের বয়সে বড়রা ছোটদেরকে দেন
  • স্বামী তার স্ত্রীকে দেন
  • সন্তান তার মা বা শাশুড়িকে দেন
  • বন্ধু তার বন্ধুকে দেন
  • বোন তার পুরো পরিবারকে দেন

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Eidi: A tradition wrapped in emotions & nostalgia"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ৯ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮ 
  2. "নতুন টাকায় ঈদ সেলামি"Risingbd.com। ২০১৭-০৬-২৬। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮