ইস্ট্রিয়া কাপ (ইংরেজি: Istria Cup) হল ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত মহিলাদের ফুটবল দলের বার্ষিক কাপ প্রতিযোগিতা। টুর্নামেন্টটি ক্রোয়েশিয়ার ইস্ট্রিয়া অঞ্চলে খেলা হয়ে থাকে।

ইস্ট্রিয়া কাপ
প্রতিষ্ঠিত২০১৩
অঞ্চল ক্রোয়েশিয়া
দলের সংখ্যা
বর্তমান চ্যাম্পিয়ন স্লোভেনিয়া

এটি ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের শুরুতে খেলা হয়, একই সময়ে অ্যালগারভ কাপ, পিনাটার কাপ, কাপ অফ নেশন্স, সাইপ্রাস উইমেন্স কাপ, আর্নল্ড ক্লার্ক কাপ, তুর্কি মহিলা কাপ, শিবিলিভস কাপ, টুরনোই ডি ফ্রান্স এবং উইমেন্স রেভেলেশন্স কাপ অনুষ্ঠিত হয়ে থাকে।

ফলাফল সম্পাদনা

বছর বিজয়ী রানার্স-আপ তৃতীয় চতুর্থ
২০১৩  
রাশিয়া
 
চেক প্রজাতন্ত্র
 
স্লোভেনিয়া
 
বসনিয়া ও হার্জেগোভিনা
২০১৪  
বেলারুশ
নোট: কোনো স্থান নির্ধারক ম্যাচ ছিল না। দুটি গ্রুপ চ্যাম্পিয়ন দল তালিকাভুক্ত।[১]
 
চীনা তাইপেই
২০১৫  
পোল্যান্ড
 
স্লোভাকিয়া
 
অস্ট্রিয়া
 
ফ্রান্স বি
২০১৬  
মার্কিন যুক্তরাষ্ট্র অ-২৩
নোট: কোনো স্থান নির্ধারক ম্যাচ ছিল না। আটটি দলের দুটি গ্রুপের চ্যাম্পিয়ন দল তালিকাভুক্ত।
 
হাঙ্গেরি বি
২০১৭  
স্লোভাকিয়া
 
বসনিয়া ও হার্জেগোভিনা
 
ফ্রান্স বি
 
উত্তর আয়ারল্যান্ড
২০১৮ খেলা হয়নি
২০১৯  
স্লোভেনিয়া
 
সার্বিয়া
 
ইউক্রেন
 
বসনিয়া ও হার্জেগোভিনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Istria Cup"। istriacup.com। আগস্ট ১৬, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২৮, ২০১৬