ইস্টবেঙ্গল হকি দল
ইস্টবেঙ্গল হকি দল হল পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত একটি ভারতীয় পেশাদার ফিল্ড হকি দল। এটি হকি বেঙ্গল কর্তৃক পরিচালিত বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে। দলটি তাদের হোম ম্যাচগুলি বেশিরভাগ ইস্টবেঙ্গল মাঠে এবং এছাড়াও সল্টলেক স্টেডিয়ামের সাই স্পোর্টস কমপ্লেক্সে খেলে। ক্লাবটি কলকাতা হকি লিগ এবং বেটন কাপে অংশগ্রহণ করে। দলটির মোট ১৪টি শিরোপা রয়েছে।
ইস্টবেঙ্গল হকি দল | ||
---|---|---|
ডাকনাম | লাল-হলুদ ব্রিগেড | |
প্রতিষ্ঠিত | ১৯৪৭[১] | |
ঘরের মাঠ | ইস্টবেঙ্গল গ্রাউন্ড (ধারণক্ষমতা: ২৩,৫০০) | |
মালিক | ইস্টবেঙ্গল ক্লাব | |
প্রধান কোচ | জগরাজ সিং | |
চ্যাম্পিয়নশিপ | কলকাতা হকি লিগ | |
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |
|
সম্মান
সম্পাদনালিগ
সম্পাদনা- কলকাতা হকি লিগ
- চ্যাম্পিয়ন (১০): ১৯৬০, ১৯৬১, ১৯৬৩, ১৯৬৪, ১৯৬৮, ১৯৭৩, ১৯৭৬, ১৯৭৯, ১৯৮৯, ২০২২
কাপ
সম্পাদনা- বেটন কাপ
- চ্যাম্পিয়ন (৪): ১৯৫৭, ১৯৬২, ১৯৬৪, ১৯৬৭
- রানার্স−আপ (৩): ১৯৬৩, ১৯৭০, ১৯৮৭