তড়িৎ-চিকিৎসা প্রকৌশল

(ইলেকট্রোমেডিক্যাল প্রকৌশল থেকে পুনর্নির্দেশিত)

তড়িৎ-চিকিৎসা প্রকৌশল চিকিৎসাবিজ্ঞান সংশ্লিষ্ট প্রকৌশলের একটি শাখা যাতে প্রকৌশলীগণ রঞ্জনরশ্মি (এক্স-রে), সিটি, ধৈর্যশীল পর্যবেক্ষণ, চৌম্বকীয় অনুরণন চিত্রণ (এমআরআই), দূরবিকিরণবিজ্ঞান (টেলিরেডিয়োলজি), পিএসিএস ও ডেন্টাল সম্পর্কে অধ্যয়ন করে থাকেন বা অভিজ্ঞতা অর্জন করেন।

চৌম্বকীয় অনুরণন চিত্রণ (এমআরআই) যন্ত্র, যা তড়িৎ-চিকিৎসা প্রকৌশল শাস্ত্রে আলোচনা করা হয়।

তড়িৎ-চিকিৎসা প্রকৌশলীদের সেবাসমূহ

সম্পাদনা
  • সম্পদ রক্ষণাবেক্ষণ
  • মূল্যায়ন
  • অনুসন্ধান
  • প্রকল্প ব্যবস্থাপনা
  • বৈদ্যুতিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন ও চালনা।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৬