ইরিত্রিয়ায় বহুবিবাহ

১৯৭৭ সালে ইপিএলএফ দ্বারা প্রবর্তিত বর্তমান বিবাহ আইন প্রবর্তনের পর থেকে বহুবিবাহ ইরিত্রিয়ায় অবৈধ।[১] ইরিত্রিয়া রাজ্যের ২০১৫ দণ্ডবিধিতে বলা হয়েছে যে দ্বিতীয় বিয়েতে অংশগ্রহণ করলে প্রথমটি বাতিল হয়ে যাবে। যদি প্রথম বিয়ে বাতিল না করা হয় তাহলে একজন বিগ্যামি- এর জন্য দোষী যার শাস্তি "একটি নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড ৬ মাসের কম নয় এবং ১২ মাসের বেশি নয়, বা ২০,০০১ - ৫০,০০০ নাকফাস জরিমানা"।[২] আইনের আগে বহুবিবাহের ধরন বেশিরভাগই মুসলমান এবং পৌত্তলিকদের মধ্যে পাওয়া যেত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Violence against Girls in Eritrea: A Report to the Committee on the Rights of the Child (পিডিএফ), ২০০৩, জানু ২০, ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা 
  2. "Penal Code of the State of Eritrea" (পিডিএফ)। মে ১৫, ২০১৫। সেপ্টে ১৮, ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।