ইয়ে লমহে জুদাই কে

ইয়ে লমহে জুদাই কে (হিন্দি: ये लम्हे जुदाई के, ইংরেজি: Yeh Lamhe Judaai Ke - "The Moments of Separation") এটি বলিউড এর ধীরগতিতে মুক্তিপ্রাপ্ত একটি রোমান্স চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন বিরেন্দ্র নাথ তিওয়ারি এবং প্রযোজনা করেছেন রিতেশ জি নেয়ার। ছবিতে প্রধান দুটি চরুত্রে অভিনয় করেছেন শাহরুখ খান ও রাভিনা ট্যান্ডন এছাড়াও আছেন মহ্নিশ বেহল, নাভনীত নিশান ও কিরণ কুমার। কাহিনী লিখেছেন অনিরুধ তিওয়ারি, এই ছবিটি প্রকৃতপক্ষে ১৯৯৪ সালে শুরু হয়, যদিও এটা ৯ এপ্রিল, ২০০৪-এ মুক্তি হয়েছিল।

ইয়ে লমহে জুদাই কে
ইয়ে লমহে জুদাই কে চলচ্চিত্রের পোস্টার
পরিচালকবিরেন্দ্র নাথ তিওয়ারি
প্রযোজকরিতেশ জি নেয়ার
চিত্রনাট্যকারনাগেশ ভারদ্বাজ
কাহিনিকারঅনিরুধ তিওয়ারি
শ্রেষ্ঠাংশেশাহরুখ খান
রাভিনা ট্যান্ডন
মহ্নিশ বেহল
নাভনীত নিশান
সুরকারনিখিল-বিনয়
চিত্রগ্রাহকমানিশ ভট্ট
মাসুদ কুরেশী
পরিবেশকআর জি নেয়ার ফিল্মস
মুক্তি৯ এপ্রিল, ২০০৪
দেশভারত
ভাষাহিন্দি

শ্রেষ্ঠাংশে

সম্পাদনা
  • শাহরুখ খান - দুশান্ট
  • রবিনা ট্যান্ডন - জয়া
  • অমিত কুমার - রাহুল
  • রাশামি দেসাই -
  • মহ্নিশ বেহল - সুজিত
  • কিরণ কুমার - রাজপাল
  • দীপক প্রসার -
  • অভতার গিল - কমলেশ ধিংরা
  • নাভনীত নিশান - নিশা
  • দেভেন ভজানি -

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা