ইয়েসমিন বিনতে আছিম

রাজকন্যা ইয়াসমিন বিনতে আছিম (আরবীঃ ياسمين بنت عاصم) হাশেমী রাজবংশের একজন সদস্য। তিনি ১৯৭৫ সালের ৩০ জুন জন্ম গ্রহণ করেন। তার বাবা হলেন প্রিন্স আছিম বিন নায়েফ এবং মা ফিরোজা ফুকশাওরি। তিনি বাদশাহ প্রথম আবদুল্লাহর প্রপৌত্র। [১]

সালহা
জন্ম (1975-06-30) ৩০ জুন ১৯৭৫ (বয়স ৪৮)
আম্মান, জর্দান
দাম্পত্য সঙ্গীবাসেল ইয়াগনাম (বি. ২০০৫)
বংশধরহামজাহ বাসেল ইয়াগনাম
কিয়ান বাসেল ইয়াগনাম
রাজবংশহাশেমী
পিতাআছিম বিন নায়েফ
মাতাফিরোজা ফুকশাওরি

শিক্ষা সম্পাদনা

রাজকন্যা ইয়াসমিন বিনতে আছিমের শিক্ষাজীবন শুরু হয় জর্ডানের আম্মানে। তিনি আম্মানের ব্যাচেলরেট স্কুলে পড়াশোনা করেন। এরপর উচ্চ শিক্ষা অর্জন করতে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে এমারসন কলেজ ইন বোস্টন, ম্যাসাচুসেটস এ ভর্তি হোন। এই কলেজ থেকে অর্গানাইজেশন অ্যান্ড পলিটিক্যাল কমিউনিকেশনে এমএ ডিগ্রি লাভ করেন। এরপর ক্লার্ক ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস থেকে ভূগোল বিষয়ে বিএ ডিগ্রি লাভ করেন।

বিবাহ সম্পাদনা

৩১ আগস্ট ২০০৫ সালে তিনি বাসেল ইয়াগনাম নামক এক জর্দান নাগরিককে বিয়ে করেন। আম্মানে তাঁর বাবার বাড়িতে জমকালো বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর দাপ্তরিকভাবে আকাবাতে ২০০৫ সালের ২ সেপ্টেম্বর তাদের বিয়ের অনুষ্ঠান করা হয়েছিল।

২৮ শে এপ্রিল ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের বোস্টনে রাজকন্যা ইয়েসমিন একজন পুত্র সন্তান জন্ম দেন। তার প্রথম সন্তানের নাম রাখা হয় হামজাহ বাসেল ইয়াগনাম। ২২ শে জুন ২০০৯ সালে রাজকন্যা ইয়েসমিন জর্দানের আম্মানে কিয়েন বাসেল ইয়াগনাম নামে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন।

পরিবার সম্পাদনা

রাজকন্যা সারাহ (জন্মঃ ১৯৭৮) এবং রাজপুত্র নুর (জন্মঃ ১৯৮২) হলেন তার ভাই ও বোন। এছাড়া রাজকন্যা সালহা (জন্মঃ ১৯৮৭), রাজকন্যা নিজলা (জন্মঃ ১৯৮৮) এবং রাজপুত্র নায়েফ(জন্মঃ ১৯৯৮) হলেন তার বৈমাত্রেয় ভাই-বোন। তার মা ফিরোজা ফুকশাওরি এবং সৎমা হলেন রাজকন্যা সানা আছিম (জন্মঃ ১৬ নভেম্বর, ১৯৬০)।[২] আছিম বিন নায়েফ এবং ফিরোজা ফুকশাওরির বিবাহ বিচ্ছেদ ঘটে ১৯৮৫ সালে। এরপর ১৯৮৬ সালে আছিম বিন নায়েফ রাজকন্যা সানা আছিমকে বিয়ে করেন। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Hashemite Royal Family"। The Office of King Hussein। ৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১০ 
  2. "📌 Princess Yasmine bint Asem"Academic Dictionaries and Encyclopedias (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭ 
  3. "Princess Yasmine bint Asem"prabook.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা