ইয়ুথ অপরচুনিটিস হচ্ছে একটি বাংলাদেশভিত্তিক আন্তর্জাতিক স্টার্টআপ, যার মাধ্যমে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা, বৃত্তি, সম্মেলন, ইন্টার্নশিপ, প্রতিযোগিতা, ফেলোশিপ ইত্যাদির তথ্য জানা যায়।[১] এটি ওসামা বিন নুর ও মাকসুদুল মানিক ২০১২ সালে প্রতিষ্ঠা করেন। [২][৩][৪]

ইয়ুথ অপরচুনিটিস
গঠিত২০১২; ১২ বছর আগে (2012)
প্রতিষ্ঠাতাওসামা বিন নুর ও মাকসুদুল মানিক
অবস্থান
পরিষেবা
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি, আরবি
ওয়েবসাইটyouthop.com

ইতিহাস সম্পাদনা

ওসামা বিন নুর ও মাকসুদুল মানিক ২০১২ সালে ফেসবুক পেজের মাধ্যমে ইয়ুথ অপরচুনিটিসের কার্যক্রম শুরু করেন। এরপর ২০১৪ সালে ইয়ুথ অপরচুনিটিসের নিজস্ব ওয়েবসাইট তৈরি করা হয়। [৩] ২০১৭ সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঢাকার কারওয়ান বাজারের টেকনোলোজি পার্কে ৩০০ বর্গ ফুটের অফিস বরাদ্দ দেওয়া হয়।[৫] একই বছর বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সহযোগিতায় ইয়ুথ অপরচুনিটিসের অ্যান্ড্রয়েড ভিত্তিক মোবাইল অ্যাপ তৈরি করা হয়।[৬] ২০১৮ সালে আইওএস মোবাইল অ্যাপ্লিকেশন উদ্বোধন করা হয়।[৭] ২০১৮ সালে বাংলা ভাষায় ইয়ুথ অপরচুনিটিসের ওয়েবসাইট তৈরি করা হয়।[৮] পরবর্তীতে ইয়ুথ অপরচুনিটিসের আরবি সংস্করণও চালু করা হয়।[৯] বর্তমানে প্রায় দুই শতাধিক দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা এই ওয়েবসাইট ব্যবহার করছেন।[৬] ফেসবুকের ফ্রি ব্যাসিক সেবার আওতায় বাংলাদেশ, জাম্বিয়া, কেনিয়া, ঘানা, মালাউই, তানজানিয়া, কলম্বিয়া, সেনেগালের, ফিলিপাইনেস, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফ্রিকা প্রভৃতি দেশের ব্যবহারকারীরা কোন ধরনের ডাটা চার্জ ছাড়াই ব্যবহার করতে পারছেন। [১০]

কার্যক্রম সম্পাদনা

ইয়ুথ অপরচুনিটিস গ্লোবালে ‍মূলত বিভিন্ন ধরনের আন্তর্জাতিক বৃত্তি, সম্মেলন, প্রশিক্ষণ, ইন্টার্নশিপ ও তরুণদের অন্যান্য সুযোগ সুবিধার তথ্য উপস্থাপন করা হয়। ইয়ুথ অপরচুনিটিস বাংলাদেশে বাংলাদেশের স্থানীয় সুযোগ সুবিধাসমূহ সম্পর্কে তথ্য দেওয়া হয়। পাশাপাশি ইন্দোনেশিয়ার তরুণদের জন্য ইয়ুথ অপরচুনিটিসের আলাদা ইন্দোনেশীয় সংস্করণ রয়েছে। [১১] আর ইয়ুথ অপরচুনিটিস বাংলা ওয়েব সাইটে বাংলা ভাষায় সব ধরনের সুযোগ সুবিধার বিস্তারিত তথ্য-উপাত্ত দেওয়া হয় [৮] এবং ইয়ুথ অপরচুনিটিস আরবি সংস্করণে আরবিভাষীদের জন্য প্রয়োজনীয় একই ধরনের তথ্য-উপাত্ত প্রকাশ করা হয়ে থাকে।[৯] এছাড়া ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার নিয়মিত প্রকাশনা স্টার ইয়ুথে ইয়ুথ অপরচুনিটিসের গুরুত্বপূর্ণ লিংক সমূহ নিয়মিত প্রকাশ করা হয়। [১২] ইয়ুথ অপরচুনিটিস ২০২০ সালে 'করোনা পরবর্তী সম্ভাব্য মন্দা মোকাবেলায় করণীয় তরুণদের ভাবনা' শীর্ষক জাতীয় লেখা প্রতিযোগিতার আয়োজন করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয়, এটুআই, বাংলাদেশ সরকার, ব্রিটিশ কাউন্সিল, আইপিডিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রতিযোগিতা আয়োজনে সহযোগী ছিল। [১৩] [১৪] এছাড়া ভারতীয় হাই কমিশনারের সহযোগিতায় ২০২০ সালের বিজয় দিবস উপলক্ষে “তোমার কাছে স্বাধীনতা মানে কী?” শীর্ষক রচনা প্রতিযোগিতা আয়োজন করে। [১৫] [১৬] [১৭]

পুরস্কার সম্পাদনা

ইয়ুথ অপরচুনিটিসের প্রতিষ্ঠাতারা তাদের কার্যক্রমের জন্য বিভিন্ন ধরনের জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। ইয়ুথ অপরচুনিটিসের সহ-প্রতিষ্ঠাতা ওসামা বিন নুর ২০১৬ সালের ‘দ্য কুইন্স ইয়াং লিডারস’ অ্যাওয়ার্ড পেয়েছেন। [১৮] এছাড়া তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস এশিয়ার সেরা অনূর্ধ্ব-৩০ বছরের তরুণ সামাজিক উদ্যোক্তাদের তালিকায়ও স্থান লাভ করেন। [১৯] এছাড়াও ইয়ুথ অপরচুনিটিস ২০১৬ সালে ব্র্যাক ম্যানথান অ্যাওয়ার্ড [২০] ও ২০১৭ সালে বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের ন্যাশনাল মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাওয়ার্ড অর্জন করে। [২১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Boundless opportunities at your fingertips" [আপনার নখদর্পণে সীমাহীন সুযোগ]। Khmer Times (ইংরেজি ভাষায়)। ১৭ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯ 
  2. "The Agents Of Youth Opportunities"ফিউচার স্টার্টআপ। ১১ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৯ 
  3. বাংলা ট্রিবিউন। "বিশ্বের তরুণদের জন্য বাংলাদেশী ‍দুই তরুণের 'ইয়ুথ অপুরচুনিটিস"। ২৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮ 
  4. ইত্তেফাক। "ইয়ুথ অপরচুনিটিস দিয়ে বিশ্ব দরবারে ওসামা" 
  5. সমকাল। "পজিটিভ বাংলাদেশের জন্য" 
  6. The Daily Star। "Mobile app of Youth Opportunities launched" 
  7. "Youth Opportunities launches iOS mobile app" [ইয়ুথ অপরচুনিটিস আইওএস মোবাইল অ্যাপের উদ্বোধন]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৪ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯ 
  8. "Youth Opportunities launches Bangla website"ঢাকা ট্রিবিউন। ৩০ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯ 
  9. "ইয়ুথ অপরচুনিটিস আরবি"يوث أبرتشونيتيس। ২৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  10. ডয়েচে ভেলে। "যাঁদের জন্য গর্ব করতে পারে বাংলাদেশ"। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৮ 
  11. "ইউথ অপরচুনিটিস ইন্দোনেশিয়া"ইউথ অপরচুনিটিস [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  12. The Daily Star। "Youth Opportunities"। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৮ 
  13. "Write to fight Covid-19 | British Council"www.britishcouncil.org.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১১ 
  14. "করোনাপরবর্তী মন্দা মোকাবেলায় করণীয়: ৩০ বিজয়ীর নাম ঘোষণা"দৈনিক সমকাল। ২৬ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২১ 
  15. "What does 'Liberation' mean to Bangladeshis?"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-২৯। সংগ্রহের তারিখ ২০২১-০১-১১ 
  16. ডেস্ক, প্রথম আলো। "প্রতিযোগিতার জন্য রচনা আহ্বান"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০১-১১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  17. akr4m। ""আমার কাছে স্বাধীনতা মানে কী?" শীর্ষক রচনা প্রতিযোগিতায় লেখা আহ্বান"dbcnews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১১ 
  18. "রয়্যাল ওয়েবসাইট" 
  19. "ফোর্বস" 
  20. "ব্র্যাক ম্যানথান অ্যাওয়ার্ড"ব্র্যাক 
  21. The Daily Star 2। "Youth Opportunities wins best National Mobile Application Award" 

বহিঃসংযোগ সম্পাদনা