হলুদ জেজেবেল

কীটপতঙ্গের প্রজাতি
(ইয়ালো জেজেবেল থেকে পুনর্নির্দেশিত)

হলুদ জেজেবেল(বৈজ্ঞানিক নাম: Delias agostina(Hewitson)) এক প্রজাতির মাঝারি আকারের প্রজাপতি, যাদের মুল শরীর আর ডানা রেশমি সাদা এবং হলুদ বর্ণ যুক্ত। এরা ‘পিয়েরিডি’ পরিবার এবং 'পিয়েরিনি' উপগোত্রের সদস্য।[১]

Yellow Jezebel
ডানা বন্ধ অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Pieridae
গণ: Delias
প্রজাতি: D. agostina
দ্বিপদী নাম
Delias agostina
Hewitson, 1852

আকার সম্পাদনা

প্রসারিত অবস্থায় হলুদ জেজেবেল এর ডানার আকার ৬৫-৭৮ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[১]

উপপ্রজাতি সম্পাদনা

ভারতে প্রাপ্ত হলুদ জেজেবেল এর উপপ্রজাতি হল- [২]

  • Delias agostina agostina Hewitson, 1852 – সিকিম হলুদ জেজেবেল (Sikkim Yellow Jezebel)

বর্ণনা সম্পাদনা

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

পুরুষ সম্পাদনা

ডানার উপরিপৃষ্ঠের মূল রঙ সাদা। সামনের ডানার কোস্টাল প্রান্তরেখাটি সংকীর্ণ কালো। শীর্ষভাগ থেকে টার্মেন এর মধ্যভাগ অবধি অংশ চওড়া কালো যা ক্রমশ সংকীর্ণ হয়ে টার্মেনের মধ্যভাগ অবধি বিস্তৃত এই কালো অংশে বিভিন্ন আকারের একসারি সাদা ছোপ বিদ্যমান।

পিছনের ডানার টার্মেন অংশে কয়েকটি ক্রমিক অস্পষ্ট ক্ষুদ্র কালো ছোপ চোখে পড়ে।

স্ত্রী সম্পাদনা

সামনের ডানা খুব ঘন ভাবে কালো আঁশে ছাওয়া; শিরাগুলি চওড়া কালো এবং প্রান্তিক একসারি অস্পষ্ট কালো ছোপযুক্ত।

স্ত্রী এবং পুরুষ উভয় নমুনাতে পিছনের ডানার নিম্নতল হলুদ। পুরুষ নমুনায়, পিছনের ডানায় সাদা বিভিন্ন আকারের ছোপযুক্ত একটি চওড়া কালো সীমারেখা। স্ত্রী নমুনায় পিছনের ডানার রঙ কালচে হলুদ থেকে ফ্যাকাশে হলুদ পর্যন্ত হয় এবং বর্হিপ্রান্তরেখা কালচে।[৩]

হোস্ট প্লান্ট সম্পাদনা

এই প্রজাতির প্রজাপতি Dendrophthoe spp[১]. জাতীয় উদ্ভিদের পাতায় ডিম পাড়ে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies। New Delhi: Oxford University Press। পৃষ্ঠা ১৮৬। আইএসবিএন 978 019569620 2 
  2. "Delias agostina Hewitson, 1852 – Yellow Jezebel"। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৭ 
  3. Peter, Smetacek (২০১৮)। A Naturalist's Guide to the Butterflies of India Pakistan, Nepal, Bhutan, Bangladesh and Sri Lanka (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। New Delhi: Prakash Books India Pvt. Ltd.। পৃষ্ঠা ৫৫। আইএসবিএন 978 81 7599 406 5