ইয়ালাময়া কেন্দ্র

ইয়ালাময়া কেন্দ্র কাঠমান্ডু, নেপালের একটি ঐতিহ্যবাহী কেন্দ্র। এটি তিনটি কনফারেন্স হল অর্থাৎ বগি খানা, গৌশালা ১ , গৌশালা ২ এবং একটি রেস্টুরেন্ট ধোকাইমা ক্যাফে রয়েছে। পাটন শহরের প্রাচীন নাম ইয়ালা থেকে এর নামকরণ করা হয়েছে। রানা জেনারেল মদন সামসেরের আস্তাবল ও গোয়ালঘর সংযম করে এই হলগুলো তৈরি করা হয়েছে।

কিছু নিয়মিত অনুষ্ঠান যেমন মাসিক শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান (নেপালি মাসের প্রতি ২য় দিন) এবং সাপ্তাহিক ব্যক্তিত্ব বিকাশ কর্মশালা এই স্থানে অনুষ্ঠিত হয়। [১]

এটি রাতো বাঙ্গালা স্কুল এবং মদন পুরস্কার পুস্তকালয় কেন্দ্রের সাথে সংযুক্ত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Polishing your personality"। ২৯ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২২