শাব-ই ইয়ালদা ("ইয়ালদার রাত" ফার্সি: شب یلدا) or শাব-ই চেল্লে ("চল্লিশতম রাত", ফার্সি: شب چله) একটি ইরানি[১][২] সমাজের উৎসব যা "বছরের দীর্ঘ ও অন্ধকারতম রাত," হিসেবে পালিত হয়। এটি মূলত উত্তর গোলার্ধের শীতকালে দীর্ঘস্থায়ী রাত যা প্রতিবছর ২০ বা ২১শে ডিসেম্বর (±১) গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে, এবং ফারসিভাষীদের নবম মাসের শেষ দিন (আজার) এবং দশম মাসের (দায়ী) এর মাঝামাঝি অবস্থান করে। এ রাত্রে ইরানে পরিবার পরিজন মিলে ভোজন উৎসব কবিতা পাঠের জন্য একত্র হয় (বিশেষত হাফিজ এর রচিত)। মধ্যরাত পর্যন্ত এটি চলে, খাদ্যতালিকায় থাকে ফলমূল, বাদাম যাতে উল্ল্যেখযোগ্য বেদানা ও তরমুজ। খাদ্যের লাল রং মুলত ডুবন্ত সূর্যের লালিমা ও জীবনের প্রতীক সুচীত হয়। কবিতা পঠিত হয় দিউয়ান-ই হাফিজ কাব্যগ্রন্থ হতে,যা ইরানের ঘরে ঘরে শোভা পায়, নওরোজ বা ফারসিভাষীদের নববর্ষ অনুষ্ঠানে ও একই রীতি অণুসৃত হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ČELLA – Encyclopaedia Iranica"www.iranicaonline.org 
  2. Richter, Joanne (২০০৫)। Iran, the culture। New York: Crabtree Pub. Co.। পৃষ্ঠা 18আইএসবিএন 0-7787-9317-6