ইয়াম্মি মাম্মি তরুণ এবং আকর্ষণীয় মায়েদের বর্ণনা করতে ব্যবহৃত একটি অপভাষার শব্দ।

বিংশ শতাব্দীর শেষের দিকে, সেলিব্রিটি মা যেমন এলিজাবেথ হার্লি বা ভিক্টোরিয়া ব্যাকহেম,[১] -দের বুঝাতে ব্যবহৃত হত, যাদের মা হবার পর দ্রুত তাদের ফিগার ফিরে পেতে এবং ভাবনাহীন, সমৃদ্ধিশালী জীবনধারা পরিচালিত করতে দেখা গেছে। দ্য ন্যানির ছয় নং সিরিজের ১৩ নং পর্বটি (১৯৯৯ সালে প্রচারিত) "দ্য ইয়াম্মি মাম্মি" নামে পরিচিত। একজন ইয়াম্মি মাম্মি বেশ কয়েকটি বাচ্চা হতে পারে এবং তবুও "গার্ল-অফ-টাউন" হিসাবে থাকবে, ফ্যাশন সচেতন পোশাক পরবে এবং সুসজ্জিত এবং যত্নবান হবে। [২]  

২০০৮ সালে জানা গিয়েছিল যে সেলিব্রিটি ইয়াম্মি মাম্মিরা তরুণ মায়েদের হতাশার মাত্রা বাড়াতে অবদান রাখে এবং নতুন মায়েরা তাদের নিজের দেহ সম্পর্কে "স্যাজি, ব্যাগি এবং হতাশ" বোধ করে। [১]

আরও দেখুন সম্পাদনা

  • এমআইএলএফ
  • ট্রফি স্ত্রী

আরও পড়া সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Donnelly, Laura (২ মার্চ ২০০৮)। "'Yummy mummies' make mothers depressed"The Daily Telegraph। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১১ 
  2. Jenkins, Amy (৬ ফেব্রুয়ারি ২০০৯)। "Death of the Yummy Mummy: They made us feel so inadequate but at last they're being credit crunched to extinction"The Daily Mail। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১১