ইমাম আলী অফিসার্স একাডেমি

ইমাম আলী অফিসার্স ইউনিভার্সিটি (ফারসি: دانشگاه افسری امام علی; সংক্ষিপ্ত : دا اف, ডিএএএফ), পূর্বে অফিসার্স স্কুল (ফারসি: دانشکده افسری) নামে পরিচিত ছিল।[১] ইসলামী প্রজাতন্ত্রের ইরান আর্মি গ্রাউন্ডের সামরিক একাডেমী। ইরানের তেহরানে অবস্থিত। একাডেমির ক্যাডেটরা স্নাতক শেষে দ্বিতীয় লেফটেন্যান্ট পদ অর্জন করে এবং ইসলামী প্রজাতন্ত্রের ইরান আর্মি গ্রাউন্ড ফোর্সে যোগ দেয়।[২]

ইমাম আলী অফিসার্স একাডেমি
Imam Ali Officers' University
دانشگاه افسری امام علی
বিশ্ববিদ্যালয় লোগো
প্রাক্তন নামসমূহ
অফিসার্স স্কুল
নীতিবাক্য
ফার্সি: ایمان، انضباط، آموزش
বাংলায় নীতিবাক্য
প্রার্থণা, নিয়মনীতি, শিক্ষা
ধরনসামরিক একাডেমী
স্থাপিত৫ ডিসেম্বর ১৯২১ (1921-12-05)
অধিভুক্তি ইসলামী প্রজাতন্ত্রের ইরান আর্মি গ্রাউন্ড ফোর্সেস
Commandantবিগ্রেডিয়ার জেনারেল ফাতেহউল্লাহ রাশেদুজ্জাহ
অবস্থান,
শিক্ষাঙ্গনশহর
পোশাকের রঙ              
খাকি, ক্রিম and বাদামীর বর্ণচ্ছটা
ওয়েবসাইটimamaliuniv.aja.ir
মানচিত্র

তথ্যসূত্র সম্পাদনা

  1. "اسم هاي مخفف در نيروهاي مسلح" (Persian ভাষায়)। Parsine। ৬ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬ 
  2. اصلي/دانشگاه افسري امام علي (ع) نيروي زميني ارتش جمهوري اسلامي ايران (ফার্সি ভাষায়), Islamic Republic of Iran Army, ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫