ইভোল্যুশন মাইন্ড এন্ড বিহেভিয়ার

ইভোল্যুশন মাইন্ড এন্ড বিহেভিয়ার (ইংরেজি: Evolution, Mind and Behaviour, অনুবাদ'বিবর্তন, মন এবং স্বভাব') হচ্ছে উন্মুক্ত প্রবেশাধিকার মুলক সাময়িকীবিবর্তনীয় তত্বকে মানুষের চারিত্রিক স্বভাবমুলক বিজ্ঞানের সাথে কীভাবে প্রয়োগ ঘটানো যায় তার উপর এটি কাজ করে। এই সাময়িকী তাত্ত্বিক এবং প্রায়োগিক উভয় পেপারই প্রকাশ করে।[১]

Evolution, Mind and Behaviour  
পাঠ্য বিষয়বিবর্তনীয় মনোবিজ্ঞান, বিবর্তনীয় নৃবিজ্ঞান, মানব স্বভাবজাত বাস্তুসংস্থান
ভাষাইংরেজি
সম্পাদকগেইল বেরওয়ার (প্রধান সম্পাদক), লিজা ডুব্রুইন, ক্লার্ক বেরেট, সান্দ্রা ভিরগো
প্রকাশনা বিবরণ
প্রকাশনার ইতিহাস
২০০২-বর্তমান
হ্যা

এই সাময়িকীটি পুর্বে Journal of Cultural and Evolutionary Psychology[২] এবং Journal of Evolutionary Psychology নামে পরিচিত ছিল।[১] এর Scopus এ ইন্ডেক্স হয়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৭ 
  2. http://www.akademiai.com/loi/1126
  3. "Content overview"ScopusElsevier। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-২০