ইব্রাহিম শাহ সুরি

শুর সম্রাজ্যের পঞ্চম শাসক
(ইব্রাহিম শাহ শুরি থেকে পুনর্নির্দেশিত)

ইব্রাহিম শাহ সুরি সুর সম্রাজ্যের পঞ্চম শাসক। তার উত্তরাধিকার ছিলেন আহমেদ খান যিনি পরবর্তীতে ১৫৫৫ খ্রিষ্টাব্দে সিকান্দার শাহ সুরি নামে শাসন কার্য পরিচালনা করেছেন।[১]

ইব্রাহিম শাহ শুরি
সুরি সাম্রাজ্য
রাজত্ব১৫৫৫
পূর্বসূরিমুহাম্মদ শাহ আদিল
উত্তরসূরিসিকান্দার শাহ শুরি
মৃত্যু১৫৬৭/১৫৬৮
রাজবংশসুরি সাম্রাজ্য
রাজবংশসুরি সাম্রাজ্য
ধর্মইসলাম

তথ্যসূত্র সম্পাদনা

  1. মজুমদার, আর. সি. (সম্পা.) (২০০৭)। The Mughul Empire, Mumbai: Bharatiya Vidya Bhavan। আইএসবিএন 81-7276-407-1, পৃ. ৯৪-৯৬
পূর্বসূরী
মুহাম্মদ শাহ আদিল
দিল্লীর শাহ
১৫৫৫
উত্তরসূরী
সিকান্দার শাহ শুরি