ইব্রাহিম মোহাম্মদ খরাইশি

ফিলিস্তিনি রাজনীতিবিদ ও কূটনীতিক

ইব্রাহিম মোহাম্মদ খরাইশি (জন্ম ১৯৫৬) একজন ফিলিস্তিনি রাজনীতিবিদ ও কূটনীতিক। তিনি ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের উপ-পররাষ্ট্রমন্ত্রী, সুইজারল্যান্ডে ফিলিস্তিনের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী স্থায়ী পর্যবেক্ষক।

ইব্রাহিম মোহাম্মদ খরাইশি
إبراهيم محمد خريشة
ইব্রাহিম খরাইশি
জন্ম২৬ মার্চ, ১৯৫৬
পেশাকূটনীতিক  • রাজনীতিবিদ

প্রারম্ভিক জীবন সম্পাদনা

খরাইশি ১৯৫৬ সালের ২৬ মার্চ ফিলিস্তিনের তুলকারমে জন্মগ্রহণ করেন।[১] তিনি বেলগ্রেড বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন এবং স্ট্রাসবার্গের ইন্টারন্যাশনাল সেন্টার ফর হিউম্যান রাইটস থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন।[২]

রাজনৈতিক ও কূটনৈতিক জীবন সম্পাদনা

১৯৯০ সালে তিনি ফিলিস্তিনি ছাত্রদের সাধারণ ইউনিয়নের চেয়ারম্যান হন। পাঁচ বছর পর তিনি ফিলিস্তিন মুক্তি সংস্থার ফাইনাল স্ট্যাটাস নেগোশনস বিভাগের প্রধান নিযুক্ত হন। তিনি ১৯৯৭ সালে ফিলিস্তিনি কেন্দ্রীয় কাউন্সিল এবং ২০০৪ সালে ফাতাহ বিপ্লবী কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। তিনি ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৩]

খরাইশি শান্তির জন্য ফিলিস্তিন জোটের সদস্য এবং ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের উপ-পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী। ২০০৮ সালে তিনি জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী স্থায়ী পর্যবেক্ষক[৪] এবং ২০১০ সালে সুইজারল্যান্ডে ফিলিস্তিনের রাষ্ট্রদূত নিযুক্ত হন।[৫]

 
ইব্রাহিম খরাইশি (ডানে)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "New Permanent Observer of Palestine to UNOG presents credentials"United Nations (ইংরেজি ভাষায়)। ২৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২০ 
  2. "Ibrahim Mohammad Khraishi" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২০ 
  3. "Khraishi, Ibrahim Mohammad Mahmoud"passia (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২০ 
  4. معًا, وكالة। "إبراهيم خريشة يقدم أوراق اعتماده مراقبا دائما لفلسطين لدى الأمم المتحدة"وكالة معًا الإخبارية (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২০ 
  5. وفا, وكالة। "السفير خريشي يقدم أوراق اعتماده سفيراً لفلسطين لدى سويسرا"وكالة وفا للأنباء (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২০