ইব্রাহিম আল ফাজারী

গণিতবিদ, জ্যোতির্বিদ, অনুবাদক

ইব্রাহিম আল-ফাযারী (৭৭৭ খ্রিস্টাব্দে মৃত্যু) আব্বাসীয় খলিফা আল-মনসুর (৭৫৪-৭৭৫) এর দরবারের একজন অষ্টম শতাব্দীর মুসলিম গণিতবিদ এবং জ্যোতির্বিদ ছিলেন। তাঁর পুত্র মুয়াম্মাদ ইবনে ইব্রাহিম আল ফাজারিও একজন জ্যোতির্বিজ্ঞানের সাথে জড়িত ব্যক্তি ছিলেন। তিনি বিভিন্ন জ্যোতির্বিদ্যা লেখা রচনা করেছেন।

ইব্রাহিম আল-ফাযারী
মৃত্যু১৬০ হিজরী/৭৭৭ খ্রিস্টাব্দ
পেশাগণিতবিদ
যুগইসলামি সোনালি যুগ

খলিফা তাকে, তাঁর পুত্র এবং ইয়াকুব ইবনে আরিকের কে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের পাঠ্য সিন্ধিন্দ অনুবাদ করতে আদেশ করেছিলেন, যার আনুবাদ বাগদাদে প্রায় ৭৫০ খ্রিস্টাব্দে সমাপ্ত হয়েছিল এবং শিরোনাম ছিল আয-যিজ আলা সিনি আল-আরব । এই অনুবাদটিই সম্ভবত সেই কারণ ছিল যার মাধ্যমে হিন্দু সংখ্যা পদ্ধতি (অর্থাৎ আধুনিক সংখ্যা চিহ্নিতকরণ) ভারত থেকে ইরানে স্থানান্তরিত হয়ে।

অষ্টম শতাব্দীর শেষে, আব্বাসীয় খিলাফতের দরবারে এই মুসলিম ভূগোলবিদ সর্বপ্রথম ঘানার উল্লেখ করেছিলেন, যার মানে "সোনার দেশ"। [১]

আরও দেখুন সম্পাদনা

  • তাঁর পুত্র মুহাম্মাদ ইবনে ইব্রাহিম আল ফাজারী
  • ইরানি বিজ্ঞানীদের তালিকা
  • ইয়াকুবী

মন্তব্য সম্পাদনা

  1. Levtzion, Nehemia (১৯৭৩)। Ancient Ghana and Mali। Methuen & Co Ltd। পৃষ্ঠা 3। আইএসবিএন 0841904316 

Kennedy, Edward Stewart (১৯৫৬)। Islamic Astronomical TablesAmerican Philosophical Societyআইএসবিএন 9780871694621। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৪ 

আরও পড়ুন সম্পাদনা

  • H. Suter: Die Mathematiker und Astronomer der Araber (৩, ২০৮, ১৯০০)
  • রিচার্ড নেলসন ফ্রাই : পারস্যের স্বর্ণযুগ

বহিঃসংযোগ সম্পাদনা

  • The Biographical Encyclopedia of Astronomers  (PDF version)