ইবনে হিব্বান

নবম এবং দশম শতকের সুন্নি পণ্ডিত

আবু হাতিম মুহাম্মদ ইবনে ফয়সাল আল-তামিমি আল-দারিমি আল-বুস্তি (মৃত্যুঃ ৯৬৫ খ্রিষ্টাব্দ) একজন বিখ্যাত মুসলিম পণ্ডিত, মুহাদ্দিস, ইতিহাসবেত্তা এবং বহুগ্রন্থের লেখক ছিলেন। তিনি “খোরাসানের শাইখ” নামে পরিচিত।

ইমাম
ইবনে হিব্বান
উপাধিখোরাসানের শাইখ
জন্ম৮৮৩ খ্রিঃ
মৃত্যু৯৬৫ খ্রিঃ
অন্য নামআবু হাতিম মুহাম্মদ ইবনে ফয়সাল আল-তামিমি আল-দারিমি আল-বুস্তি
জাতিভুক্তআফগান
যুগইসলামী স্বর্ণ যুগ
পেশাইসলামী ধর্মতত্ত্ববিদ, মুহাদ্দিস ও বিচারপতি বা কাজি
মূল আগ্রহহাদিসবিজ্ঞান

জন্ম ও শিক্ষাজীবনসম্পাদনা

ইবনে হিব্বান ৮৮৩ খ্রিষ্টাব্দে আফগানিস্তানের সিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন কালের বিখ্যাত বিজ্ঞানীদের কাছে জ্ঞান অর্জন করেন। তার শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেনঃ আল-নাসাই’, আল-হাসান ইবনে সুফিয়ান, আবু ইয়ালা আল-মসুলি, হুসায়েন ইবনে ইদ্রিস আল-হারাভি, আবু খলিফা আল-জামহি, ইমরান ইবনে মুসা ইবন মাদঝাশি, আহমাদ ইবনে হাসান আল-সুফি, জাফর ইবনে আহমাদ আল-দিমাশকি, ইবনে খুজাইমাহ প্রমুখ। তার ছাত্রদের মধ্যে মুহাম্মদ ইবনে মানদা, আবু আব্দুল্লাহ আল-হাকিম অন্যতম।

কর্মজীবনসম্পাদনা

তিনি সমরকন্দ-এর কাজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ফিকাহ, হাদিস, বিজ্ঞানের মধ্যে জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান-সহ বহু বিদ্যার বিশেষজ্ঞ ছিলেন।

লিখিত বইসমূহ[১]সম্পাদনা

  • কিতাব আল সাহাবা (৫ খণ্ড)
  • কিতাব আল তাবেয়ুন (১২ খণ্ড)
  • কিতাব আল আত তাবেয়ীন (১৫ খণ্ড)
  • কিতাব তাবা আত-তাবা (১৭ খণ্ড)
  • কিতাব আলা আল-হাওয়াম (১০ খণ্ড)
  • কিতাব আল রিহলা (২ খণ্ড)
  • কিতাব আল ফাসল বায়না আখ-বারনা ওয়া হাদ্দানা
  • তারিখ আল সিকাত
  • ইলাল ওয়া আওহাম আল মুআরিরিখিন
  • ইলাল মানাকিব আয-যুহরী (২০ খণ্ড)
  • ইলাল হাদিস মালিক (১০ খণ্ড)
  • ইলাল মা আসনাদা আবু হানীফা (১০ খণ্ড)
  • গরাইব আল কুফেইন (১০ খন্দ)
  • গরাইব আহল আল বাসরাহ (৮ খণ্ড)
  • মাওকুল মা রু'ফিয়া
  • আল মুজাম আলা আল মুদুন
  • আল হিদায়াহ ইলা আল ইলম আল সুনান

মৃত্যুসম্পাদনা

ইবনে হিব্বান ৩৫৪ হিজরি সনের শাওয়াল মাসের শেষের দিকে মৃত্যুবরণ করেন।

গ্রন্থপঞ্জিসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা