শামস আল-দীন মুহাম্মদ ইবনে ঈসা ইবনে হাসান আল-বাগদাদী (আরবি: شمس الدين محمد بن عيسى بن حسن بن كُر البغدادي), যিনি ইবনে কুর (মৃত্যু: ১৩৫৭ খ্রিস্টাব্দ) নামে পরিচিত, ছিলেন মধ্যযুগীয় ইসলামের সংগীত তাত্ত্বিক। তিনি গায়েত আল-মাতলুব ফী ইলম আল-আদ্বার ওয়া-ল-দরুব গ্রন্থের রচয়িতা, যা চৌদ্দ শতকের প্রথমার্ধে কায়রোতে সংগীত সংক্রান্ত চিন্তাভাবনা নিয়ে রচনা। তিনি কায়রোতে এক ইরাকি শরণার্থী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।[১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Guo, Li (২০১৫)। "Owen Wright: Music Theory in Mamluk Cairo: The ġāyat al-maṭlūb fī ʿilm al-adwār wa-'l-ḍurūb by Ibn Kurr. (SOAS Musicology Series.) ix, 361 pp. Farnham, Surrey: Ashgate, 2014. £75. ISBN 978 1 4094 6881 3."Bulletin of the School of Oriental and African Studies (ইংরেজি ভাষায়)। 78 (1): 187–188। আইএসএসএন 0041-977Xডিওআই:10.1017/S0041977X14001153 
  2. Wright, Owen (২০১৩)। Music Theory in Mamluk Cairo: The ġāyat al-maṭlūb fī ʿilm al-adwār wa-'l-ḍurūb by Ibn Kurr (ইংরেজি ভাষায়)। আইএসবিএন 9781409468813