আবুল ফরজ মুহাম্মাদ বিন ইসহাক আল নাদিম (আরবি: ابوالفرج محمد بن إسحاق النديم; মৃত্যু: ১৭ সেপ্টেম্বর ৯৯৫ অথবা ৯৯৮) হলেন একজন ইসলামী শিক্ষাবিদ। ধারণা করা হয় তিনি পারস্য বংশোদ্ভুত ছিলেন।[] তিনি কিতাব-ই-ফিহরিস্ত এর জন্য বিখ্যাত। বইটি সম্পর্কে তিনি নিজেই বলেছেন, আরব-অনারব সকল জাতির জন্য আরবী ভাষায় এবং লিপিতে জ্ঞানের সকল শাখার উপর লেখা বইয়ের সূচীপত্র।[]

আল নাদিমের জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তিনি ছিলেন একজন বই বিক্রেতা এবং ক্যালিওগ্রাফার। তার বাবা "আল ওয়ারাকের" মতো তিনিও বিক্রির জন্য পান্ডুলিপি নকল করতেন। তিনি বাগদাদে বাস করতেন। মাঝে মাঝে তিনি মসুলের একটি স্থানের নাম উল্লেখ করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "FEHREST – Encyclopaedia Iranica"। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৪ 
  2. Nicholson, Reynold Alleyne (১৯০৭)। A literary history of the Arabs। T.F. Unwin। পৃষ্ঠা 362। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১০ 
  • এল এইচ গ্রে, ইরানিয়ান ম্যাটেরিয়াল ইন দ্যা ফিহরিস্ত," Le Muséon, 3/1, 1915, pp. 24–39.
  • আর এ নিকোলসন, এ লিট্যার‍্যারি হিস্টোরি অফ দ্যা আরবস, কেম্ব্রিজ, ১৯০৭।

বহিঃসংযোগ

সম্পাদনা